আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দিনের প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে সিলেট সিক্সার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামছে রাজশাহী কিংস। লক্ষ্য থাকবে ঢাকা মতো ভুল শট না খেলে দেখেশুনে যত বড় সংগ্রহ দাঁড় করানো যায়।
এর আগে দিনের প্রথম ম্যাচে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান তোলে বিপিএলের সফলতম দল ঢাকা ডায়নামাইটস। জবাবে আন্দ্রে ফ্লেচার ও উপুল থারাঙ্গার অর্ধশতকে ১ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌছে যায় সিলেট।
আকাশ নিউজ ডেস্ক 






















