অাকাশ জাতীয় ডেস্ক:
বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ার শীর্ষে উঠেছে বাংলাদেশ। ভারত ও চীনকে পিছনে ফেলে এই তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ৪৭তম। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৭২তম। বৃহস্পতিবার `বৈশ্বিক লিঙ্গ সমতা সূচক-২০১৭` শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
প্রতিবেদনে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এরপর আছে মালদ্বীপ ১০৬, ভারত ১০৮, শ্রীলংকা ১০৯, নেপাল ১১১, ভুটান ১২৪ এবং পাকিস্তানের অবস্থান ১৪৩তম। তালিকায় শীর্ষে রয়েছে আইসল্যান্ড। দেশটির বিষয়ে বলা হয়, দেশটি প্রায় ৮৮ শতাংশ ক্ষেত্রে লিঙ্গবৈষম্য কমিয়ে এনেছে।
স্বাস্থ্য ও গড় আয়ু, শিক্ষার সুযোগ, অর্থনীতিতে অংশগ্রহণ ও রাজনৈতিক ক্ষমতায়ন এ চারটি ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য বিশ্লেষণ করা হয়। ২০০৬ সাল থেকে এই লিঙ্গ সমতা সূচক প্রকাশ করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
আকাশ নিউজ ডেস্ক 



















