অাকাশ জাতীয় ডেস্ক:
রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্ত মানছে কিনা, তা জানতে দলগুলোতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ৩১ অক্টোবর কমিশনের যুগ্ম সচিব আবুল কাসেম স্বাক্ষরিত এই চিঠি দলগুলোর কাছে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলোকে ১৫ কার্য দিবসের মধ্যে ইসি বরাবর বিষয়টি অবহিত করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এর আগে কমিশন সোমবার (৩০ অক্টোবর) নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধনের শর্তগুলো ঠিকমত মানছে কিনা, তা জানতে তারা দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব পেলে বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে। যাচাই-বাছাইয়ে শর্ত পালনে কোনও দলের ব্যত্যয় পাওয়া গেলে ওই দলের নিবন্ধন বাতিল হবে।’
আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ -এর অনুচ্ছেদ ৯০-বি এর শর্তাদি প্রতিপালনের শর্তে নিবন্ধন প্রদান করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০এইচ(ডি) অনুযায়ী ৯০বি এর দফা(১)(বি) এর কোনও বিধান লঙ্ঘিত হলে উক্ত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। উক্ত বিধানের প্রতিপালন নিশ্চিতকল্পে রাজনৈতিক দল নিবন্ধন নীতিমালা, ২০০৮ এর বিধি ৯ অনুসারে নিবন্ধনের শর্তাদি প্রতিপালন সম্পর্কে কমিশনের অবহিত থাকা প্রয়োজন। চিঠিতে কমিশন সচিবের কাছে আগামী ১৫ দিনের মধ্যে নিবন্ধনের শর্তাদি প্রতিপালনের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ (এইচ) অনুচ্ছেদে দলের নিবন্ধন বাতিলের শর্তাদি রয়েছে। এখানে বলা হয়েছে, কোনও রাজনৈতিক দল যদি নিজেরাই বিলুপ্ত ঘোষণা করে, সরকার যদি কোনও দলকে নিষিদ্ধ করে, দলগুলো যদি কমিশনকে তাদের চাহিদামাফিক তথ্য সরবরাহে ব্যর্থ হয় এবং পর পর দুই টার্ম যদি কোনও দল জাতীয় নির্বাচনে অংশ না নেয়, তাহলে তার নিবন্ধন বাতিল হবে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই রোডম্যাপ ঘোষণা করে।
রোডম্যাপ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধনের শর্ত পূরণ করছে কিনা, তার তথ্য অক্টোবর ২০১৭ এর মধ্যে সংগ্রহ করার কথা রয়েছে। এসব তথ্যাদি পর্যালোচনা করে আগামী ফেব্রুয়ারি মাসে দলগুলোর নিবন্ধন বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে রোডম্যাপে উল্লেখ রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















