আকাশ স্পোর্টস ডেস্ক:
রান তাড়ার শুরুটায় ছিল লড়াইয়ের ইঙ্গিত। কিন্তু শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৯৫ রান তাড়ায় ২০ ওভারে বাংলাদেশ তুলতে পারল ৯ উইকেটে ১৭৫ রান। ২০ রানের জয় শুনলে যতটা কাছের মানে হয়, দক্ষিণ আফ্রিকার জয় ছিল আসলে তার চেয়ে অনেকটাই সহজ।
সাইফ উদ্দিনের সৌজন্যে শেষ দিকে কমেছে ব্যবধান। তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামা এই অলরাউন্ডার অপরাজিত থাকেন ২৭ বলে ৩৯ রান করে। তবে ম্যাচ শেষ কার্যত শেষের বেশ আগেই। সৌম্য যতক্ষণ ছিলেন, ছিল বাংলাদেশের আশা। সৌম্যর বিদায়ের পর মুশফিক ও মাহমুদউল্লাহর বিদায়ে আশার সমাপ্তি।
১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ২ উইকেটে ৯৭। বাংলাদেশের ৩ উইকেটে ৯৭। এরপরই বাংলাদেশের ছন্দপতন। ১৫ ওভার শেষেও রানে দু দল ছিল পাশাপাশি। কিন্তু মাচ কার্যত তখনই শেষ। দক্ষিণ আফ্রিকা হারিয়েছিল ৪ উইকেট। বাংলাদেশ তখন হারিয়ে ফেলেছে ৬টি। শেষ পর্যন্ত শেষ দিকেও আর জমেনি লড়াই।
আকাশ নিউজ ডেস্ক 
























