আকাশ স্পোর্টস ডেস্ক:
পুনেতে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। যার ফলে তৃতীয় ওয়ানডেটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। বুধবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৩০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
জবাবে শিখর ধাওয়ানের ৬৮ ও দিনেশ কার্তিকের অপরাজিত ৬৪ রানে ভর করে ৪৬ ওভারেই জয় তুলে নেয় ভারত। ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া ৩০ ও অধিনায়ক বিরাট কোহলি ২৯ রান করেন। মাহেন্দ্র সিং ধোনি অপরাজিত থাকেন ১৮ রানে।
১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ভুবনেশ্বর কুমার।
তার আগে নিউজিল্যান্ডের ২৩০ রানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রান করেন হেনরি নিকোলস। ৪১ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৩৮টি রান আসে টম লাথামের ব্যাট থেকে। মিচেল স্যান্টনার ২৯ ও টিম সউদি অপরাজিত ২৫ রান করেন।
বল হাতে ভারতের ভুবনেশ্বর কুমার ৩টি, চাহাল ও বুমরাহ ২টি করে উইকেট নেন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এখন ১-১ এ সমতা বিরাজ করছে।
আকাশ নিউজ ডেস্ক 
























