অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ক্যান্সারে আক্রান্ত অসুস্থ স্ত্রী শীলা ইসলামের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি লন্ডনের ইউসিএল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে রবিবার বিকেল থেকেই সৈয়দ আশরাফের অসুস্থ স্ত্রীর মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। তবে শীলা ইসলাম জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন সৈয়দ আশরাফের পারিবারিক বন্ধু সরোয়ার কবির। তিনি যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি।
সরোয়ার কবির একটি গণমাধ্যমকে জানান, সৈয়দ আশরাফের স্ত্রী লন্ডনে ইউসিএল হাসপাতালে গত ৫দিন ধরে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা এখন আশঙ্কাজনক। আর ফেসবুকে ভাইরাল হওয়া মৃত্যুর খবরটিকে গুজব হিসেবেই নিশ্চিত করেছেন সরোয়ার।
আকাশ নিউজ ডেস্ক 























