অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিংক ট্যাংকের এক অনুষ্ঠানে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
যুক্তরাষ্ট্র এই ঘটনায় গভীর উদ্বিগ্ন এই তথ্য জানিয়ে টিলারসন বলেন, আমরা সত্যিকারে মিয়ানমারের সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনবো। কারণ বিশ্ব সেখানকার নির্যাতনের ঘটনা অলসভাবে প্রত্যক্ষ করতে পারে না। ওয়াশিংটন মিয়ানমারের বেসামরিক নেতৃত্বের সঙ্গে কাজ করছে বলেও তিনি জানান। টিলারসন আরো বলেন, আমরা বুঝতে পারছি যে মিয়ানমার জঙ্গিবাদের সমস্যায় আছে। কিন্তু শৃঙ্খলাপূর্ণভাবে মিয়ানমার সেনাবাহিনীকে এটা মোকাবেলা করতে হবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ প্রতিনিধি ফেদেরিকা মঘারিনি গতকাল মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে ফোনে কথা বলেছেন। গত ১৬ অক্টোবর ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলের বৈঠকের তথ্য তিনি সু চিকে জানিয়েছেন। তিনি এখনই রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরুরও আহবান জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























