অাকাশ জাতীয় ডেস্ক:
রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি যান। শনিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে তিনি ভিমরুলের আক্রমণের শিকার হন। মৃত মো. আক্রাম হোসেন (৫৫) বারতোপা কাদিরিয়া দরবার শরীফ মসজিদের ইমাম ছিলেন। তিনি স্থানীয় মাওনা ইউনিয়নের বারতোপা মোল্লাবাড়ির রিয়াজউদ্দিন মোল্লার ছেলে।
কাদিরিয়া দরবার শরীফের মোতায়াল্লী মাওলানা তাজুল ইসলাম জানান, দরবার শরীফের আসরের নামাজ শেষে স্থানীয় বারতোপা বাজারে যান তিনি।
“মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে বাজার থেকে বের হয়ে বারতোপা আইডিয়াল স্কুলের সামনে পৌছলে বাঁশঝাড় থেকে আসা এক ঝাঁক ভিমরুল তাকে হুল ফোটায়।”
তাজুল জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় আল-হেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় শিনশিন জাপান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























