অাকাশ নিউজ ডেস্ক:
সবজি থেকে মাংস! শাড়ি-জামা কাপড় থেকে এসি! সবই এখন বিক্রি হচ্ছে অনলাইনে। শুধু অনলাইনে বিক্রি হওয়াই নয়, রমরমিয়ে তা বিক্রিও হচ্ছে। মানুষের হাতে সময় কম। তাই যতদিন যাচ্ছে ক্রমশ বাড়ছে অনলাইনে জিনিসপত্র কেনার চাহিদাও। কিন্তু সবকিছুকে ছাপিয়ে এবার অনলাইনে বিক্রি হচ্ছে স্তনদুগ্ধ! বিশ্বাস হচ্ছে না! এটাই বড় সত্যি।
সম্প্রতি এক মহিলা অনলাইনে স্তনদুগ্ধ বিক্রি করবেন বলে জানিয়েছেন। ওই মহিলা জানিয়েছেন, যে অতিরিক্ত স্তনদুগ্ধ রয়েছে তাঁর শরীরে, সেটাই বিক্রি করবেন তিনি রিপোর্টে প্রকাশ, ওই মহিলা জানিয়েছেন, সন্তান জন্মের পর থেকে তাঁর স্তনদুগ্ধের পরিমান অনেকটাই বেশি। তাই স্তিরিক্ত দুধ শরীর থেকে বের করে দিলে, কোনও ক্ষতি নেই। আর তাই, স্তনদুগ্ধ নষ্ট না করে, বিক্রি করতে চাইছেন তিনি। এতে মানুষের উপকার হবে, আবার বেশ কিচু টাকা উপার্জন হবে বলেও জানিয়েছেন ওই মহিলা।
তবে অনলাইনেই শুধু ওই স্তনদুগ্ধ পাওয়া যাবে বলে জানিয়েছেন ওই মহিলা!
আকাশ নিউজ ডেস্ক 

























