ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান শুধু চেঁচামেচি করছে, বিশ্বকাপ অবশ্যই খেলবে: হার্শা ভোগলে

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের বিষয়ে পাকিস্তানের অস্বস্তিকর গুঞ্জনকে চেঁচামেচি বলে আখ্যায়িত করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি দৃঢ়ভাবে মনে করেন, পাকিস্তান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে। সাবেক ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানেও একই মত পোষণ করেছেন, পাকিস্তানের কাছে এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস নেই।

বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পর থেকেই পাকিস্তানের বর্জনের সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। এই ইস্যুতে গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি পরে জানান, আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাকিস্তান দল সোমবারই শ্রীলঙ্কায় বিশ্বকাপের জন্য যাত্রা করার কথা রয়েছে।

ক্রিকবাজে আলোচনা সভায় হার্শা ভোগল বলেন, ‘তারা আসবে, অবশ্যই আসবে। এটা কোনো সাধারণ ম্যাচ নয়। এটা বিশ্বকাপ। তারা জানে, না এলে তাদের ক্রিকেটের জন্য বড় ধাক্কা হবে।’

তিনি আরও বলেন,’এটা কোনো আন্তঃক্লাব খেলা নয়, যেখানে ম্যানেজার না থাকলে দল না আসে। বিশ্বকাপ, তাই তারা খেলবেই। তারা চেঁচামেচি করছে, কিন্তু শেষে আসবেই।’

ভোগলের যুক্তি, পাকিস্তান জানে, বিশ্বকাপ বর্জন করলে কোনো দেশ তাদের পুনরায় আমন্ত্রণ জানাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান শুধু চেঁচামেচি করছে, বিশ্বকাপ অবশ্যই খেলবে: হার্শা ভোগলে

আপডেট সময় ০৩:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের বিষয়ে পাকিস্তানের অস্বস্তিকর গুঞ্জনকে চেঁচামেচি বলে আখ্যায়িত করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি দৃঢ়ভাবে মনে করেন, পাকিস্তান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে। সাবেক ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানেও একই মত পোষণ করেছেন, পাকিস্তানের কাছে এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস নেই।

বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পর থেকেই পাকিস্তানের বর্জনের সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। এই ইস্যুতে গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি পরে জানান, আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাকিস্তান দল সোমবারই শ্রীলঙ্কায় বিশ্বকাপের জন্য যাত্রা করার কথা রয়েছে।

ক্রিকবাজে আলোচনা সভায় হার্শা ভোগল বলেন, ‘তারা আসবে, অবশ্যই আসবে। এটা কোনো সাধারণ ম্যাচ নয়। এটা বিশ্বকাপ। তারা জানে, না এলে তাদের ক্রিকেটের জন্য বড় ধাক্কা হবে।’

তিনি আরও বলেন,’এটা কোনো আন্তঃক্লাব খেলা নয়, যেখানে ম্যানেজার না থাকলে দল না আসে। বিশ্বকাপ, তাই তারা খেলবেই। তারা চেঁচামেচি করছে, কিন্তু শেষে আসবেই।’

ভোগলের যুক্তি, পাকিস্তান জানে, বিশ্বকাপ বর্জন করলে কোনো দেশ তাদের পুনরায় আমন্ত্রণ জানাবে না।