আকাশ জাতীয় ডেস্ক :
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর মধ্যে সম্প্রতি গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. শামস রহমান এবং সম্মানিত অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।
ইউআইইউ’র ভাইস চ্যান্সেলর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. আহমেদ ওয়াসিফ রেজাসহ, বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদ সদস্য এবং উভয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর) এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিআরটি) -এর মধ্যে যৌথ গবেষণা সহযোগিতার মাধ্যমে গবেষণা উন্নয়ন এবং সম্মিলিত গবেষণা গুলোকে উচ্চ মানের জার্নালে প্রকাশ করা হবে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের কাজ করবে। উভয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে ফ্যাকাল্টি সদস্যরা গবেষণার ফান্ড পাবেন।
আকাশ নিউজ ডেস্ক 

























