আকাশ জাতীয় ডেস্ক :
ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠেছে। রাজধানীল খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন।
তিনি বলেন, ঢাকা ১৮ আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের ওপর বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। আজ সকালে তিনি ওই এলাকায় গণসংযোগে গিয়েছিলেন। এই আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর। গতকালও তার নেতাকর্মীরা আমাদের সমর্থকদের হেনস্তা করে। বিষয়টি জাহাঙ্গীরকে অবগত করা হলে এমনটা আর হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার পরদিনই হামলা করালো।
এ ব্যাপারে এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম বলেন, আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।
আকাশ নিউজ ডেস্ক 



















