ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট বন্ধ হবে না : আবুল কালাম শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প আত্মসাৎ: ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশও, বন্ধ হয়নি সব দরজা : বুলবুল নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো ওত পেতে আছে : উপদেষ্টা ফরিদা আখতার

বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। অন্যথায় বাংলাদেশের জায়গায় অন্য দলকে সুযোগ দেওয়া হবে। বুধবার আইসিসির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফো এই খবর দিয়েছে।

ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার মধ্যে আইসিসিকে জানানোর কথা ছিল বিসিবির। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, তারা যেন সরকারকে জানায় যে, ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের আরও একদিন বেশি সময় দেওয়া হচ্ছে (২২ জানুয়ারি)। এর মধ্যে না জানালে বিকল্প নেওয়া হবে।

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প দল নেওয়া হবে কিনা এই সিদ্ধান্তে আসতে সভায় অংশ নেওয়া আইসিসির পূর্ণ সদস্য বোর্ডের প্রতিনিধিদের মধ্যে ভোটাভুটি হয়েছে। সেখানে বাংলাদেশকে ভারতে খেলার এবং না খেললে বিকল্প নেওয়ার পক্ষে বেশি ভোট পড়েছে।

সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বিকল্প দল হিসেবে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে। তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে ম্যাচ খেলবে। স্কটল্যান্ড টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা পায়নি।

এর আগে বাংলাদেশের ভারতে গিয়ে টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া প্রসঙ্গে বোর্ড সভায় বসে আইসিসি। আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশ বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া বা বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত আইসিসি নির্বাহী ক্ষমতা বলে নিতে পারতো না। অন্য পূর্ণাঙ্গ সদস্যদের মতামত নিতে হতো। যে কারণে এই সভায় বসেছিল আইসিসি।

আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমান দল পেলেও কূটনৈতিক সম্পর্কের জেরে তাকে বাদ দেওয়া হয়। ওই ঘটনার প্রেক্ষিতে শক্ত অবস্থান নেয় বিসিবি। ভারতে নিরাপত্তা শঙ্কার কথা বলে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত চিঠির মাধ্যমে আইসিসি’কে জানিয়ে দেওয়া হয়। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতেও অনুরোধ করেছিল বিসিবি।

কিন্তু বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়। কারণ হিসেবে সব আয়োজন সম্পন্ন হওয়ায় লজিস্টিক সমস্যার কথা উল্লেখ করা হয়। ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে আলোচনা করতে আইসিসি ও বিসিবি দু’বার বৈঠক করেছে। অনলাইন বৈঠক ফলপ্রসু না হওয়ায় আইসিসি বাংলাদেশে প্রতিনিধি পাঠিয়েছিল। সেখানেও বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথাই পরিষ্কার করে জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল: মির্জা ফখরুল

বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির

আপডেট সময় ০৬:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। অন্যথায় বাংলাদেশের জায়গায় অন্য দলকে সুযোগ দেওয়া হবে। বুধবার আইসিসির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফো এই খবর দিয়েছে।

ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টার মধ্যে আইসিসিকে জানানোর কথা ছিল বিসিবির। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, তারা যেন সরকারকে জানায় যে, ভারতে বিশ্বকাপে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের আরও একদিন বেশি সময় দেওয়া হচ্ছে (২২ জানুয়ারি)। এর মধ্যে না জানালে বিকল্প নেওয়া হবে।

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প দল নেওয়া হবে কিনা এই সিদ্ধান্তে আসতে সভায় অংশ নেওয়া আইসিসির পূর্ণ সদস্য বোর্ডের প্রতিনিধিদের মধ্যে ভোটাভুটি হয়েছে। সেখানে বাংলাদেশকে ভারতে খেলার এবং না খেললে বিকল্প নেওয়ার পক্ষে বেশি ভোট পড়েছে।

সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বিকল্প দল হিসেবে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে। তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে ম্যাচ খেলবে। স্কটল্যান্ড টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা পায়নি।

এর আগে বাংলাদেশের ভারতে গিয়ে টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া প্রসঙ্গে বোর্ড সভায় বসে আইসিসি। আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশ বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া বা বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত আইসিসি নির্বাহী ক্ষমতা বলে নিতে পারতো না। অন্য পূর্ণাঙ্গ সদস্যদের মতামত নিতে হতো। যে কারণে এই সভায় বসেছিল আইসিসি।

আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমান দল পেলেও কূটনৈতিক সম্পর্কের জেরে তাকে বাদ দেওয়া হয়। ওই ঘটনার প্রেক্ষিতে শক্ত অবস্থান নেয় বিসিবি। ভারতে নিরাপত্তা শঙ্কার কথা বলে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত চিঠির মাধ্যমে আইসিসি’কে জানিয়ে দেওয়া হয়। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতেও অনুরোধ করেছিল বিসিবি।

কিন্তু বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়। কারণ হিসেবে সব আয়োজন সম্পন্ন হওয়ায় লজিস্টিক সমস্যার কথা উল্লেখ করা হয়। ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে আলোচনা করতে আইসিসি ও বিসিবি দু’বার বৈঠক করেছে। অনলাইন বৈঠক ফলপ্রসু না হওয়ায় আইসিসি বাংলাদেশে প্রতিনিধি পাঠিয়েছিল। সেখানেও বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথাই পরিষ্কার করে জানায়।