ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

মারা গেছেন ‘ফাইনাল ডেস্টিনেশন’ খ্যাত অভিনেতা টনি টড

আকাশ বিনোদন ডেস্ক

মারা গেছেন ‘ক্যান্ডিম্যান’ খ্যাত হলিউড অভিনেতা টোনি টড, বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ফাতিমা। মঞ্চ থেকে শুরু হলেও টনি টড পর্দায় নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন। কয়েক দশক থেকে হলিউডে দাপিয়ে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ছড়িয়েছিল অভিনেতার ক্যারিয়ার।

দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ৬ নভেম্বর লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তবে কী কারণে টোনির মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।

‘ক্যান্ডিম্যান’ ছবির হাড়হিম করা খুনির চরিত্রে নজর কাড়েন টনি। অনুরাগীদের মনে গেঁথে আছে তার ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়। এর পাশাপাশি ‘স্পাইডার ম্যান টু’ ছবিতে ভেনমের চরিত্রও সাড়া ফেলেছিল।

হরর ঘরানার ছবিতে তার অবদান রয়েছে। বিশেষ করে ‘ক্যান্ডিম্যান’ ছবিতে তার মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ‘নিউ ইয়র্ক সিটি হরর ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

ইনসমনিয়াক গেমস স্টুডিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের বন্ধু টোনি টডের মৃত্যুতে শোকস্তব্ধ ইনসমনিয়াক গেমস। মার্ভেলের ‘স্পাইডার ম্যান টু’ প্রযোজনার সময় তিনি আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে এসেছিলেন আমাদের স্টুডিয়োতে।’

প্রসঙ্গত, ২৪০টিরও বেশি সিনেমা ও টেলিভিশন প্রোডাকশনে তিনি কাজ করেছেন। যার মধ্যে ‘প্লাটুন’, ‘নাইট অফ দ্য লিভিং ডেড’-এর ১৯৯০ সংস্করণ, ‘দ্য ক্রো’ উল্লেখযোগ্য। সর্বশেষ তাকে দেখা যাবে ‘ফাইনাল ডেস্টিনেশন-ব্লাডলাইনস’-এ যা মুক্তি পেতে পারে ২০২৫ সালে।

তিনি ১৯৫৪ সালে ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন অভিনেতা। তার বেড়ে ওঠা কানেক্টিকাটে, সেখানেই অভিনয়ের প্রতি তার প্রথম প্রেম জন্মায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

মারা গেছেন ‘ফাইনাল ডেস্টিনেশন’ খ্যাত অভিনেতা টনি টড

আপডেট সময় ০৯:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

আকাশ বিনোদন ডেস্ক

মারা গেছেন ‘ক্যান্ডিম্যান’ খ্যাত হলিউড অভিনেতা টোনি টড, বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ফাতিমা। মঞ্চ থেকে শুরু হলেও টনি টড পর্দায় নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন। কয়েক দশক থেকে হলিউডে দাপিয়ে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ছড়িয়েছিল অভিনেতার ক্যারিয়ার।

দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ৬ নভেম্বর লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তবে কী কারণে টোনির মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।

‘ক্যান্ডিম্যান’ ছবির হাড়হিম করা খুনির চরিত্রে নজর কাড়েন টনি। অনুরাগীদের মনে গেঁথে আছে তার ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়। এর পাশাপাশি ‘স্পাইডার ম্যান টু’ ছবিতে ভেনমের চরিত্রও সাড়া ফেলেছিল।

হরর ঘরানার ছবিতে তার অবদান রয়েছে। বিশেষ করে ‘ক্যান্ডিম্যান’ ছবিতে তার মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ‘নিউ ইয়র্ক সিটি হরর ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

ইনসমনিয়াক গেমস স্টুডিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের বন্ধু টোনি টডের মৃত্যুতে শোকস্তব্ধ ইনসমনিয়াক গেমস। মার্ভেলের ‘স্পাইডার ম্যান টু’ প্রযোজনার সময় তিনি আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে এসেছিলেন আমাদের স্টুডিয়োতে।’

প্রসঙ্গত, ২৪০টিরও বেশি সিনেমা ও টেলিভিশন প্রোডাকশনে তিনি কাজ করেছেন। যার মধ্যে ‘প্লাটুন’, ‘নাইট অফ দ্য লিভিং ডেড’-এর ১৯৯০ সংস্করণ, ‘দ্য ক্রো’ উল্লেখযোগ্য। সর্বশেষ তাকে দেখা যাবে ‘ফাইনাল ডেস্টিনেশন-ব্লাডলাইনস’-এ যা মুক্তি পেতে পারে ২০২৫ সালে।

তিনি ১৯৫৪ সালে ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন অভিনেতা। তার বেড়ে ওঠা কানেক্টিকাটে, সেখানেই অভিনয়ের প্রতি তার প্রথম প্রেম জন্মায়।