ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির এবারের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে: প্রধান উপদেষ্টা এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না বলে জামায়াত প্রার্থী হুঙ্কার দিয়েছেন খালিদুজ্জামান ‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’: ইমানুয়েল মাক্রোঁ রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না: উপদেষ্টা সাখাওয়াত

প্রধানমন্ত্রী দু’কলসি পানি এনেছেন এটাই বড় অর্জন: কর্নেল অলি

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও এ ব্যাপারে তার সংবাদ সম্মেলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ। সংবাদ সম্মেলন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সরকার প্রধান দু’কলসি পানি এনেছেন এটাই বড় অর্জন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একটি আলোচনা সভায় যোগ দেন কর্নেল অলি। সেখানেই এ মন্তব্য করেন।

এলডিপির প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী সরাসরি কোনো উত্তর দেননি। তিনি কিছু সময় বেগম জিয়াকে গালি দিয়েছেন। অন্য সময় অন্য কথা বলে পাশ কাটিয়ে গেছেন। দুই কলসি পানি নিয়ে এসেছেন এটাই বাংলাদেশের এখন সবচেয়ে বড় অর্জন। যেই আশা নিয়ে ভারত গিয়েছিলেন সেই আশা প্রতিফলিত হয়নি। আজকে মিথ্যা কথা বলা হলো নিত্যদিনের ঘটনা।

অলি আহমদ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি (প্রধানমন্ত্রী) ভারতে গিয়ে সুজাতা সিংকে হায়ার করে নিয়ে এসেছিলেন। এরপরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে হায়ার করে নিয়ে আসেন। তারা নিশ্চয়তা দিয়েছিল আওয়ামী লীগকে তারা সরকারে ফিরিয়ে নিয়ে আসবে। এখন কিন্তু সেই অবস্থা নাই। এখন ভূ-রাজনৈতিক অবস্থানের পরিবর্তন হয়েছে।

নির্বাচন কমিশনকে চোরের বাক্স মন্তব্য করে তিনি বলেন, ভোট চুরি করার জন্য এটা একটা উত্তম পন্থা। এ দেশের সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কখনো কেয়ামত পর্যন্ত ৫০টির বেশি সিট পাবে না। আওয়ামী লীগ জন্ম হওয়ার পর থেকে তারা কখনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় নাই।

কর্নেল অলি আরও বলেন, যেকোনো সময় মানুষের রাজনীতি, সামাজিক, মানবিক, অর্থনৈতিক, অবাধে চলাফেরা ও সাংবাদিকদের মত প্রকাশের অধিকার ছিল। ২০০৯ সালের পর থেকে ক্রমান্বয়ে সরকার সব অধিকার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে। শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের সংসদে বসে বাকশাল কায়েম করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী কোনো জায়গায় না বসেও বাকশাল কায়েম করেছেন। আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আর বিরোধী দলগুলোর নেতাকর্মীরা বাংলাদেশের কোথাও ঘরোয়া মিটিং করতে পারবে না। প্রেসক্লাব ছাড়া অন্য কোথাও মিটিং করতে গেলে পুলিশের অনুমতি লাগবে। অর্থাৎ পুলিশ যেভাবে চলে বাংলাদেশকে সেভাবে চালাতে হবে।

বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দেশের সার্বিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে এলডিপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির

প্রধানমন্ত্রী দু’কলসি পানি এনেছেন এটাই বড় অর্জন: কর্নেল অলি

আপডেট সময় ০৪:৪৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও এ ব্যাপারে তার সংবাদ সম্মেলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ। সংবাদ সম্মেলন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সরকার প্রধান দু’কলসি পানি এনেছেন এটাই বড় অর্জন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একটি আলোচনা সভায় যোগ দেন কর্নেল অলি। সেখানেই এ মন্তব্য করেন।

এলডিপির প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী সরাসরি কোনো উত্তর দেননি। তিনি কিছু সময় বেগম জিয়াকে গালি দিয়েছেন। অন্য সময় অন্য কথা বলে পাশ কাটিয়ে গেছেন। দুই কলসি পানি নিয়ে এসেছেন এটাই বাংলাদেশের এখন সবচেয়ে বড় অর্জন। যেই আশা নিয়ে ভারত গিয়েছিলেন সেই আশা প্রতিফলিত হয়নি। আজকে মিথ্যা কথা বলা হলো নিত্যদিনের ঘটনা।

অলি আহমদ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি (প্রধানমন্ত্রী) ভারতে গিয়ে সুজাতা সিংকে হায়ার করে নিয়ে এসেছিলেন। এরপরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে হায়ার করে নিয়ে আসেন। তারা নিশ্চয়তা দিয়েছিল আওয়ামী লীগকে তারা সরকারে ফিরিয়ে নিয়ে আসবে। এখন কিন্তু সেই অবস্থা নাই। এখন ভূ-রাজনৈতিক অবস্থানের পরিবর্তন হয়েছে।

নির্বাচন কমিশনকে চোরের বাক্স মন্তব্য করে তিনি বলেন, ভোট চুরি করার জন্য এটা একটা উত্তম পন্থা। এ দেশের সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কখনো কেয়ামত পর্যন্ত ৫০টির বেশি সিট পাবে না। আওয়ামী লীগ জন্ম হওয়ার পর থেকে তারা কখনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় নাই।

কর্নেল অলি আরও বলেন, যেকোনো সময় মানুষের রাজনীতি, সামাজিক, মানবিক, অর্থনৈতিক, অবাধে চলাফেরা ও সাংবাদিকদের মত প্রকাশের অধিকার ছিল। ২০০৯ সালের পর থেকে ক্রমান্বয়ে সরকার সব অধিকার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে। শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের সংসদে বসে বাকশাল কায়েম করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী কোনো জায়গায় না বসেও বাকশাল কায়েম করেছেন। আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আর বিরোধী দলগুলোর নেতাকর্মীরা বাংলাদেশের কোথাও ঘরোয়া মিটিং করতে পারবে না। প্রেসক্লাব ছাড়া অন্য কোথাও মিটিং করতে গেলে পুলিশের অনুমতি লাগবে। অর্থাৎ পুলিশ যেভাবে চলে বাংলাদেশকে সেভাবে চালাতে হবে।

বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দেশের সার্বিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে এলডিপি।