আকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ছয় জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার বরমী ইউনিয়ন আওয়ামী লীগের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
সূত্রে জানা গেছে, আলোচনা ও মিলাদ মাহফিল শেষে বিকাল ৪টায় খাবার বিতরণের সময় হট্টগোল শুরু হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ মঞ্চে উঠেন। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি দায়িত্বশীলদেরকে দুই মিনিটের মধ্যে তার সঙ্গীয় নেতাকর্মীদের খাবার দিতে নির্দেশ দেন। এতে খাবার বিতরণের দায়িত্বে থাকা অন্য ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠেন।
এ সময় জেলা ছাত্রলীগ সভাপতির সঙ্গে আসা নেতাকর্মীদের সঙ্গে খাবার বিতরণের দায়িত্বে থাকা স্থানীয় ছাত্রলীগ ও ভিটিপাড়া কেএইচকে উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে জেলা ছাত্রলীগ সভাপতির সঙ্গীয় নেতাকর্মী, স্থানীয় ছাত্রলীগ ও স্কুল ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক সময় সংঘর্ষে যোগ দেন এলাকাবাসী। পরে জেলা ছাত্রলীগ সভাপতির সঙ্গীয় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে চলে যায়। এ সময় আত্মরক্ষার্থে কয়েকজনকে পাশের পুকুরে ঝাঁপ দেন।
সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তারা হলেন- রাফি (১৭) মেহেদী (১৭), সাদিক (১৯), নবীন (১৯), অরুপ (২১) ও তাওহিদ (১৯)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নবীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ বলেন, খাবার নিয়ে বিচ্ছিন্ন ঘটনার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বড় ধরনের সংঘর্ষ এড়াতে আমি স্থান ত্যাগ করি। আমার সঙ্গীয় নেতাকর্মীরাও সভাস্থল ছেড়ে চলে আসে।
বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ পন্ডিত বলেন, শোক দিবসের সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ আমরা মঞ্চে বসা ছিলাম। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতির সঙ্গে আসা নেতাকর্মী ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণকে কেন্দ্র করে সামান্য হট্টগোল হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















