ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

শরীয়তপুরে বাসি খাবার খেয়ে ২ শিশুর মৃত্যুর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

শরীয়তপুরের জাজিরায় ফ্রিজে রাখা বাসি খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু হলো সৌরভ (৬) ও খাদিজা (৫)। তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের শওকত দেওয়ান ও আইরিছ বেগমের সন্তান। একই খাবার খেয়ে দুই শিশুর বড় বোন সাথি আক্তার (১৪) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা গতকাল দুপুরে ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে সৌরভ ও খাদিজা কাঁঠাল খায়। এরপর দুপুরে দুই শিশুর চাচি রওশন আরা বেগমের ফ্রিজে থাকা বাসি বিরিয়ানি খান আইরিছ বেগম, তার বড় মেয়ে সাথি আক্তার। এ সময় ওই দুই শিশু এবং চাচি রওশনও ওই বিরিয়ানি খান। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে বমি করতে শুরু করেন। বেশি অসুস্থ হয়ে পড়লে ওই পাঁচজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে সৌরভ, খাদিজা ও তাদের বোন সাথি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশু মারা যায়।

দুই শিশুর মা আইরিছ বেগম বলেন, ‘বাসি বিরিয়ানি খেলে এমন হবে, তা বুঝতে পারিনি। তাহলে সন্তানদের খেতে দিতাম না। আমার জা রওশন সন্তানদের ভালোবেসে প্রায় খাবার খেতে দেন। আমাদের সঙ্গে জা নিজেও ওই বিরিয়ানি খেয়েছিল। কীভাবে কী হলো, কিছুই বুঝতে পারিনি।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় পাঁচজন অসুস্থ হয়ে গতকাল রাতে হাসপাতালে এসেছিল। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের ঢাকায় পাঠানো হলে সেখানে দুই শিশু মারা যায়। তবে তাদের খাবারে কেমন বিষক্রিয়া ছিল, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি নিয়ে আমরা এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

শরীয়তপুরে বাসি খাবার খেয়ে ২ শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ১১:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক: 

শরীয়তপুরের জাজিরায় ফ্রিজে রাখা বাসি খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু হলো সৌরভ (৬) ও খাদিজা (৫)। তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের শওকত দেওয়ান ও আইরিছ বেগমের সন্তান। একই খাবার খেয়ে দুই শিশুর বড় বোন সাথি আক্তার (১৪) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা গতকাল দুপুরে ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে সৌরভ ও খাদিজা কাঁঠাল খায়। এরপর দুপুরে দুই শিশুর চাচি রওশন আরা বেগমের ফ্রিজে থাকা বাসি বিরিয়ানি খান আইরিছ বেগম, তার বড় মেয়ে সাথি আক্তার। এ সময় ওই দুই শিশু এবং চাচি রওশনও ওই বিরিয়ানি খান। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে বমি করতে শুরু করেন। বেশি অসুস্থ হয়ে পড়লে ওই পাঁচজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে সৌরভ, খাদিজা ও তাদের বোন সাথি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশু মারা যায়।

দুই শিশুর মা আইরিছ বেগম বলেন, ‘বাসি বিরিয়ানি খেলে এমন হবে, তা বুঝতে পারিনি। তাহলে সন্তানদের খেতে দিতাম না। আমার জা রওশন সন্তানদের ভালোবেসে প্রায় খাবার খেতে দেন। আমাদের সঙ্গে জা নিজেও ওই বিরিয়ানি খেয়েছিল। কীভাবে কী হলো, কিছুই বুঝতে পারিনি।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় পাঁচজন অসুস্থ হয়ে গতকাল রাতে হাসপাতালে এসেছিল। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের ঢাকায় পাঠানো হলে সেখানে দুই শিশু মারা যায়। তবে তাদের খাবারে কেমন বিষক্রিয়া ছিল, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি নিয়ে আমরা এখনো কোনো পদক্ষেপ নেয়নি।