আকাশ জাতীয় ডেস্ক:
তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি পালানো জায়গা খুঁজে পাবে না। বিএনপিকে কিভাবে গর্তে ঢোকাতে হয় তা আওয়ামী লীগের জানা আছে। সময় মতো তা প্রয়োগ করা হবে।
শনিবার চট্টগ্রাম রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সারাবিশ্বে তেলের দাম দ্বিগুণ হয়েছে। ৬০ ডলারের তেল ১৭০ ডলারে ঠেকেছে, দ্বিগুণের চেয়ে বেশি। আমাদের দেশে তেলের দাম দ্বিগুণ করিনি। সব মিলিয়ে ৩৮ থেকে ৪০ শতাংশ বাড়িয়ে পশ্চিমবাংলার সমান করেছি। বিশ্ববাজারে যদি তেলের দাম কমে তাহলে দেশেও আবার আমরা সমন্বয় করব। তাই বিএনপির পুঁটি ও মলা মাছের মতো এতো লাফালাফির প্রয়োজন নেই।’
রাঙ্গুনিয়া পৌরসভার এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, জহির আহমদ চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















