ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: শেখ বশির উদ্দীন ক্ষমতায় গেলে দলীয় গণ্ডি পেরিয়ে যোগ্যদের মন্ত্রী বানাবে জামায়াত: তাহের চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল অনেক ঘরবাড়ি

এবার রুবায়েদের সাহসিকতায় ধরা ছিনতাইকারী

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর উত্তরায় ১০ নম্বর সেক্টরের স্লুইস গেট এলাকার রাস্তায় মোবাইল ফোনে কথা বলছিলেন কলেজশিক্ষার্থী সাজেদুর রহমান রুবায়েদ। হঠাৎ একটি মোটরসাইকেল তার সামনে এসে গতিরোধ করে। মোটরসাইকেল আরোহী তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। প্রথমে রুবায়েদ মোবাইলটি ছাড়তে না চাইলে ছিনতাইকারী তার হাতে ছুরিকাঘাত করে। এতে মোবাইল ফোন ছেড়ে দৌড়ে ছিনতাইকারীদের মোটরসাইকেলটি ধরে ফেলেন রুবায়েদ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার বিকালে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতার ছিনতাইকারীর নাম পায়েল হোসেন (২১)। সে পিরোজপুর ভাণ্ডারিয়া থানার মো. আলমের ছেলে। তার সঙ্গে থাকা ছিনতাইকারীর নাম ইসমাইল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি বলেন, গ্রেফতার পিয়াল তুরাগের একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি। সেই মামলায় জামিনে বের হয়ে সে ছিনতাইয়ে নামে। পিয়াল ও ইসমাইল মোটরসাইকেলে ঘুরে ঘুরে রাজধানীতে ছিনতাই করে আসছিল।

ভুক্তভোগী রুবায়েদ কুমিল্লা অধ্যাপক আবদুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে উত্তরা ১০ নম্বর সেক্টরে চাচাতো ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাসে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। রাত সাড়ে ৯টায় সে ঢাকা-আশুলিয়া মহাসড়কে স্লুইচ গেটে বাস থেকে নামে। এরপর গন্তব্যের উদ্দেশে হাঁটতে শুরু করে। স্লুইস গেট এলাকায় পৌঁছে সে তার ব্যবহৃত মোবাইল ফোনে কানে হেডফোন লাগিয়ে চাচাতো ভাইকে কল করে। এমন সময় দুজন মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে। তাকে চাকু দিয়ে ভয় দেখিয়ে মোবাইল ফোন ও ম্যানিব্যাগে রাখা ২১ হাজার টাকাসহ ম্যানিব্যাগ ছিনিয়ে নেয়।

রুবায়েদ তাৎক্ষণিক মোটরসাইকেল আরোহীদের একজনকে জাপটে ধরলে অপরজন তার হাতে ছুরিকাঘাত করে। এরপর তারা মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে রুবায়েদ মোটরসাইকেলের পেছনের গ্যাবরিল ধরে থামানোর প্রচেষ্টা চালান। ছিনতাইকারীরা মোটরসাইকেলটি চালিয়ে তাকে অন্তত ৫০০ গজ টেনেহিঁছড়ে নিয়ে যায়।

একপর্যায়ে রুবায়েদের ধাক্কায় মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। আর রুবায়েদ পায়েলকে জাপটে ধরে। এই সুযোগে অপর ছিনতাইকারী ইসমাইল মানিব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজনসহ চেকপোস্টে দায়িত্বরত পুলিশ এগিয়ে এসে পায়েলকে আটক করে। এ সময় তার হেফাজত হতে একটি ছোরা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। কলেজ শিক্ষার্থী সাজিদুর রহমান রুবায়েদ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এবার রুবায়েদের সাহসিকতায় ধরা ছিনতাইকারী

আপডেট সময় ১১:৫৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর উত্তরায় ১০ নম্বর সেক্টরের স্লুইস গেট এলাকার রাস্তায় মোবাইল ফোনে কথা বলছিলেন কলেজশিক্ষার্থী সাজেদুর রহমান রুবায়েদ। হঠাৎ একটি মোটরসাইকেল তার সামনে এসে গতিরোধ করে। মোটরসাইকেল আরোহী তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। প্রথমে রুবায়েদ মোবাইলটি ছাড়তে না চাইলে ছিনতাইকারী তার হাতে ছুরিকাঘাত করে। এতে মোবাইল ফোন ছেড়ে দৌড়ে ছিনতাইকারীদের মোটরসাইকেলটি ধরে ফেলেন রুবায়েদ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার বিকালে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতার ছিনতাইকারীর নাম পায়েল হোসেন (২১)। সে পিরোজপুর ভাণ্ডারিয়া থানার মো. আলমের ছেলে। তার সঙ্গে থাকা ছিনতাইকারীর নাম ইসমাইল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি বলেন, গ্রেফতার পিয়াল তুরাগের একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি। সেই মামলায় জামিনে বের হয়ে সে ছিনতাইয়ে নামে। পিয়াল ও ইসমাইল মোটরসাইকেলে ঘুরে ঘুরে রাজধানীতে ছিনতাই করে আসছিল।

ভুক্তভোগী রুবায়েদ কুমিল্লা অধ্যাপক আবদুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে উত্তরা ১০ নম্বর সেক্টরে চাচাতো ভাইয়ের বাসায় যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাসে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। রাত সাড়ে ৯টায় সে ঢাকা-আশুলিয়া মহাসড়কে স্লুইচ গেটে বাস থেকে নামে। এরপর গন্তব্যের উদ্দেশে হাঁটতে শুরু করে। স্লুইস গেট এলাকায় পৌঁছে সে তার ব্যবহৃত মোবাইল ফোনে কানে হেডফোন লাগিয়ে চাচাতো ভাইকে কল করে। এমন সময় দুজন মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে। তাকে চাকু দিয়ে ভয় দেখিয়ে মোবাইল ফোন ও ম্যানিব্যাগে রাখা ২১ হাজার টাকাসহ ম্যানিব্যাগ ছিনিয়ে নেয়।

রুবায়েদ তাৎক্ষণিক মোটরসাইকেল আরোহীদের একজনকে জাপটে ধরলে অপরজন তার হাতে ছুরিকাঘাত করে। এরপর তারা মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে রুবায়েদ মোটরসাইকেলের পেছনের গ্যাবরিল ধরে থামানোর প্রচেষ্টা চালান। ছিনতাইকারীরা মোটরসাইকেলটি চালিয়ে তাকে অন্তত ৫০০ গজ টেনেহিঁছড়ে নিয়ে যায়।

একপর্যায়ে রুবায়েদের ধাক্কায় মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। আর রুবায়েদ পায়েলকে জাপটে ধরে। এই সুযোগে অপর ছিনতাইকারী ইসমাইল মানিব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজনসহ চেকপোস্টে দায়িত্বরত পুলিশ এগিয়ে এসে পায়েলকে আটক করে। এ সময় তার হেফাজত হতে একটি ছোরা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। কলেজ শিক্ষার্থী সাজিদুর রহমান রুবায়েদ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।