ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়িভাড়া কত বাড়ানো যাবে, কতদিন পর–নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: শেখ বশির উদ্দীন ক্ষমতায় গেলে দলীয় গণ্ডি পেরিয়ে যোগ্যদের মন্ত্রী বানাবে জামায়াত: তাহের চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর

মানুষখেকো দম্পতি ধরা পড়লেন যেভাবে

অাকাশ নিউজ ডেস্ক:

রাশিয়ায় এক মানুষখেকো দম্পতিকে আটক করেছে দেশটির পুলিশ।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের ক্রাসনোদার শহরে বসবাসকারী দিমিত্রি বাকশেভ (৩৫) ও তার স্ত্রী নাতালিয়া প্রায় ৩০ জনকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। খবর বিবিসি বাংলার।

ওই দম্পতি ক্রাসনোদার শহরের সামরিক ঘাঁটিতে বসবাস করেন। সেখানে কাঁটা-ছেড়া ও অঙ্গহীন একটি লাশ পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, তাদের বাসস্থানে তল্লাশি করে পাওয়া বেশকিছু খাদ্যদ্রব্য ও মাংসের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

এ মাসের শুরুর দিকে সড়ক নির্মাণ শ্রমিকদের রাস্তার পাশে ফেলে যাওয়া একটি মোবাইলের ছবিতে শরীরের কাঁটা-ছেড়া অঙ্গের বেশকিছু গ্রাফিক চিত্র পাওয়া গেছে।

এর আগে রাশিয়ান গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে বাকশেভ মানুষের শরীরের একটি কাটা অঙ্গ মুখে নিয়ে আছেন।

এর পরপরই এই দম্পতির সামরিক একাডেমির বাড়িতে ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া গেছে। সে মরদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন ছিল। ওই জায়গায় নিহত নারীর জিনিসপত্র বহনকারী ব্যাগও পাওয়া যায়।

ছবিতে যে লোকটিকে দেখা গেছে সে ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুলিশ ওই দম্পতির বাড়ি তল্লাশি করছে। সেখানে কাচের পাত্রে স্যালাইনে সংরক্ষণ করে রাখা মানুষের শরীরের কিছু অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া গেছে।

তদন্ত সংস্থা জানিয়েছে, ওই তল্লাশির সময় বাড়ির রান্নাঘরে অজানা প্রজাতির কিছু খাদ্যদ্রব্য এবং মাংস পাওয়া গেছে।

প্রাপ্ত নমুনা মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন তারা।

রাশিয়ার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই বাড়ির ভেতরে ও মোবাইল ফোনে পাওয়া ছবিগুলো দেখে মনে হচ্ছে এসব হত্যাকাণ্ড প্রায় ২০ বছর আগের।

এদের মধ্যে একটি ছবি ১৯৯৯ সালের ২৮ শে ডিসেম্বরে তোলা।

ওই ছবিতে দেখা যাচ্ছে, একটি বড় থালায় বিভিন্ন রকমের ফলের সঙ্গে মানুষের একটি রক্তাক্ত কাটা মাথা পরিবেশন করা হয়েছে।

দেশটির পুলিশ বলছে, হত্যাকাণ্ডের অভিযোগে ওই দম্পতিকে কারাগারে রাখা হয়েছে। তারা কারাগারে থাকা অবস্থায় অন্যান্য পরীক্ষা চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেষ বলের ছক্কায় কোয়ালিফায়ারে সিলেট, রংপুরের বিদায়

মানুষখেকো দম্পতি ধরা পড়লেন যেভাবে

আপডেট সময় ১১:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

রাশিয়ায় এক মানুষখেকো দম্পতিকে আটক করেছে দেশটির পুলিশ।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের ক্রাসনোদার শহরে বসবাসকারী দিমিত্রি বাকশেভ (৩৫) ও তার স্ত্রী নাতালিয়া প্রায় ৩০ জনকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। খবর বিবিসি বাংলার।

ওই দম্পতি ক্রাসনোদার শহরের সামরিক ঘাঁটিতে বসবাস করেন। সেখানে কাঁটা-ছেড়া ও অঙ্গহীন একটি লাশ পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, তাদের বাসস্থানে তল্লাশি করে পাওয়া বেশকিছু খাদ্যদ্রব্য ও মাংসের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

এ মাসের শুরুর দিকে সড়ক নির্মাণ শ্রমিকদের রাস্তার পাশে ফেলে যাওয়া একটি মোবাইলের ছবিতে শরীরের কাঁটা-ছেড়া অঙ্গের বেশকিছু গ্রাফিক চিত্র পাওয়া গেছে।

এর আগে রাশিয়ান গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে বাকশেভ মানুষের শরীরের একটি কাটা অঙ্গ মুখে নিয়ে আছেন।

এর পরপরই এই দম্পতির সামরিক একাডেমির বাড়িতে ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া গেছে। সে মরদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন ছিল। ওই জায়গায় নিহত নারীর জিনিসপত্র বহনকারী ব্যাগও পাওয়া যায়।

ছবিতে যে লোকটিকে দেখা গেছে সে ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুলিশ ওই দম্পতির বাড়ি তল্লাশি করছে। সেখানে কাচের পাত্রে স্যালাইনে সংরক্ষণ করে রাখা মানুষের শরীরের কিছু অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া গেছে।

তদন্ত সংস্থা জানিয়েছে, ওই তল্লাশির সময় বাড়ির রান্নাঘরে অজানা প্রজাতির কিছু খাদ্যদ্রব্য এবং মাংস পাওয়া গেছে।

প্রাপ্ত নমুনা মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন তারা।

রাশিয়ার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই বাড়ির ভেতরে ও মোবাইল ফোনে পাওয়া ছবিগুলো দেখে মনে হচ্ছে এসব হত্যাকাণ্ড প্রায় ২০ বছর আগের।

এদের মধ্যে একটি ছবি ১৯৯৯ সালের ২৮ শে ডিসেম্বরে তোলা।

ওই ছবিতে দেখা যাচ্ছে, একটি বড় থালায় বিভিন্ন রকমের ফলের সঙ্গে মানুষের একটি রক্তাক্ত কাটা মাথা পরিবেশন করা হয়েছে।

দেশটির পুলিশ বলছে, হত্যাকাণ্ডের অভিযোগে ওই দম্পতিকে কারাগারে রাখা হয়েছে। তারা কারাগারে থাকা অবস্থায় অন্যান্য পরীক্ষা চলবে।