ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না: জি এম কাদের সংবিধানের দুর্বলতা দূর করতেই গণভোট: আলী রীয়াজ নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন

জাতিসংঘে উত্তর কোরিয়া নিয়ে যে প্রস্তাব দিল রাশিয়া-চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিত্র দেশ উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন ও রাশিয়া। সম্প্রতি এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করেছে দেশ দু’দুটি। উত্তর কোরিয়ার জনগণের জীবনমানের উন্নতির লক্ষ্যে এই প্রস্তাব দিয়েছে বেইজিং ও মস্কো।

এর আগে চীন ও রাশিয়া ২০১৯ সালে উত্তর কোরিয়ার ওপর থেকে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি প্রস্তাব দিয়েছিল যা সরাসরি পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। দেশ দুটি এখন সেই প্রস্তাব সংশোধন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করেছে।

চীন ও রাশিয়া এই খসড়া প্রস্তাব নিয়ে গত বছর দু’দফা অনানুষ্ঠানিক বৈঠকে বসে। তবে কখনো তা আনুষ্ঠানিক ভোটাভুটিতে দেয়নি। তবে নতুন এই প্রস্তাব অদূর ভবিষ্যতে নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশোধিত খসড়া প্রস্তাবে পিয়ংইয়ংয়ের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সি-ফুড, টেক্সটাইল ও পরিশোধিত পেট্রোলিয়াম আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলা হয়েছে। এছাড়া, বিদেশে উত্তর কোরিয়ার জনশক্তি রপ্তানি ও আন্তঃকোরিয়া রেল প্রকল্পের ওপর থেকেও জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

২০০৬ সাল থেকে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ পিয়ংইয়ং-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর জন্যই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যত দিন গেছে এই বিধিনিষেধ আরও কঠোর হয়েছে। কারণ, নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর এক অস্ত্র পরীক্ষা চালিয়ে গেছে। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘকে হুমকি দিয়েছে।

রাশিয়া ও চীন বলেছে, মানবিক কারণে উত্তর কোরিয়ার ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন। কারণ দেশটির সাধারণ মানুষ অত্যন্ত সংকটে রয়েছে। এ বিষয়টির দিকে সবার মনোযোগী হওয়া প্রয়োজন।

এই প্রস্তাব পাস করাতে হলে নিরাপত্তা পরিষদে নয়টি ভোট প্রয়োজন। পাশাপাশি স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স ভেটো দিতে পারবে না। ফলে বিশেষজ্ঞদের বক্তব্য, এখনই এই প্রস্তাব পাস হওয়া মুশকিল। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলতে চাইবে না। তবে বিষয়টি নিয়ে আলোচনার রাস্তা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

জাতিসংঘে উত্তর কোরিয়া নিয়ে যে প্রস্তাব দিল রাশিয়া-চীন

আপডেট সময় ০৬:০২:১২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিত্র দেশ উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন ও রাশিয়া। সম্প্রতি এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করেছে দেশ দু’দুটি। উত্তর কোরিয়ার জনগণের জীবনমানের উন্নতির লক্ষ্যে এই প্রস্তাব দিয়েছে বেইজিং ও মস্কো।

এর আগে চীন ও রাশিয়া ২০১৯ সালে উত্তর কোরিয়ার ওপর থেকে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি প্রস্তাব দিয়েছিল যা সরাসরি পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। দেশ দুটি এখন সেই প্রস্তাব সংশোধন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করেছে।

চীন ও রাশিয়া এই খসড়া প্রস্তাব নিয়ে গত বছর দু’দফা অনানুষ্ঠানিক বৈঠকে বসে। তবে কখনো তা আনুষ্ঠানিক ভোটাভুটিতে দেয়নি। তবে নতুন এই প্রস্তাব অদূর ভবিষ্যতে নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশোধিত খসড়া প্রস্তাবে পিয়ংইয়ংয়ের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সি-ফুড, টেক্সটাইল ও পরিশোধিত পেট্রোলিয়াম আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলা হয়েছে। এছাড়া, বিদেশে উত্তর কোরিয়ার জনশক্তি রপ্তানি ও আন্তঃকোরিয়া রেল প্রকল্পের ওপর থেকেও জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

২০০৬ সাল থেকে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ পিয়ংইয়ং-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর জন্যই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যত দিন গেছে এই বিধিনিষেধ আরও কঠোর হয়েছে। কারণ, নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর এক অস্ত্র পরীক্ষা চালিয়ে গেছে। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘকে হুমকি দিয়েছে।

রাশিয়া ও চীন বলেছে, মানবিক কারণে উত্তর কোরিয়ার ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন। কারণ দেশটির সাধারণ মানুষ অত্যন্ত সংকটে রয়েছে। এ বিষয়টির দিকে সবার মনোযোগী হওয়া প্রয়োজন।

এই প্রস্তাব পাস করাতে হলে নিরাপত্তা পরিষদে নয়টি ভোট প্রয়োজন। পাশাপাশি স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স ভেটো দিতে পারবে না। ফলে বিশেষজ্ঞদের বক্তব্য, এখনই এই প্রস্তাব পাস হওয়া মুশকিল। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলতে চাইবে না। তবে বিষয়টি নিয়ে আলোচনার রাস্তা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।