অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় বাসচাপায় পোশাককর্মী নাসিমা বেগম (৩৫) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা সিইপিজেডের রিজেন্সি কারখানাতে চাকরি করতেন। তার স্বামী জামাল উদ্দিন প্রকাশ বাচ্চুর বাড়ি ফেনী সদরে।
ইপিজেড থানার এসআই জিল্লুর রহমান জানান, রাস্তা পারাপারের সময় ১০ নম্বর রুটের একটি বাস নাসিমাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এরপর বাসের চাপায় মর্মান্তিক মৃত্যু হয় তার। বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























