আকাশ জাতীয় ডেস্ক:
বর্তমান ক্ষমতাসীন সরকার প্রতিটি মুহূর্তে আতঙ্কে কাঁপছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। আরেকটু শক্তি সঞ্চয় করে সরকারকে বড় ধরনের ধাক্কা দিতে তিনি ছাত্র, যুবক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘এই সরকার একটা দুঃস্বপ্নের ঘোরের মধ্যে আছে। এই সরকার প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে থাকে। ঘুমের ঘোরেও কেউ দরজায় এসে নক করলে এরা ভাবে এই বুঝি আমার গেল। এই বুঝি আমাকে টেনে-হিঁচড়ে রাস্তায় নিয়ে গেল। এই বুঝি আমার পরিণতি গাদ্দাফির মতো হতে যাচ্ছে। তাদের যখন আতঙ্কের কাঁপন ধরে গেছে, আপনাদের আরেকটু শক্তি সঞ্চয় করে আরেকটু কাঁপন ধরিয়ে দিতে হবে।’
নুর বলেন, ‘এই দেশের ছাত্র ও যুবকসমাজ যদি সংগঠিত হতে পারি তাহলে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেব আমরাই। কারণ আপনারা সবাই জানেন, ৫০ বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে, কে যুদ্ধ করেছে আর কে করেনি সেটা নিয়ে এখন বাহাস করে এক একজন। এখন সুষ্ঠুভাবে নির্বাচন হলে প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র যুবক সমাজ জয়লাভ করবে। এই সরকারের আগে প্রতিপক্ষ ছিল বিএনপি আর এখন তারা প্রতিপক্ষ ভাবছে আমাদেরকে। বিভিন্ন জায়গায় তারা আমাদের ওপর হামলা করছে, আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা যখন রাজপথে জীবন দিতে শিখেছি, মাইর খেতে শিখেছি, রক্ত দিতে শিখেছি, এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণ করে আগামীতে ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদ থেকে আমাদের যে রাজনৈতিক দল আসছে, তারা সর্বদা কাজ করবে।’
আকাশ নিউজ ডেস্ক 



















