আকাশ জাতীয় ডেস্ক:
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, মালিক পক্ষকে এ অগ্নিকাণ্ডের দায়িত্ব নিতে হবে। দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
যথাযথভাবে তদন্ত করে এর একটা বিচার করতে হবে। রানা প্লাজার বিচার এখনও হয়নি। রোববার (১১ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
সাকি বলেন, রানা প্লাজার ঘটনার পরে আমাদের জাতীয় সক্ষমতা তৈরির দরকার ছিল। শ্রমিক নিরাপত্তার ব্যবস্থার দরকার ছিল। সরকার তা করেনি।
‘ইউরোপ-আমেরিকার বায়াররা উদ্যোগ নিলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এ গার্মেন্টসের বাইরেও যে কলকারখানা আছে সেগুলোও একইভাবে নিরাপত্তাহীন। ’
তিনি বলেন, এটি এখন দায়িত্বপ্রাপ্তদের চরম অবহেলা ও দুর্নীতির জায়গা। তারা ছাড়পত্র দেন টাকার বিনিয়মে। তাদের আইনের আওতায় আনতে হবে। বিচার করতে হবে। আমরা এ ঘটনার বিচার চাই। শ্রমিক নিরাপত্তায় সরকারের সক্ষমতা চাই। প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে। তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















