ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

বিয়ের পিঁড়িতে বসার আগেই অ্যাসিডে ঝলসে দিল তরুণীর মুখ

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে তৈয়বা নামের এক তরুণীর মুখ ঝলসে গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আগামী শুক্রবার বধূ সেজে বিয়ের পিঁড়িতে বসে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল তৈয়বার। নিমিষেই সেই স্বপ্ন ভেঙ্গে দিল দুর্বৃত্তরা। রাতের আঁধারে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে তার চোখ-মুখ ঝলসে গেছে। বিয়ের পিঁড়িতে তো বসা হলোই না, এখন যন্ত্রণায় কক্সবাজার সদর হাসপাতালে কাতরাচ্ছেন তৈয়বা।

অ্যাসিডে দগ্ধ তৈয়বা (১৮) গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মোজাফ্ফর আহমদের মেয়ে। অ্যাসিডে তার ডান চোখ ও মুখমণ্ডল প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বিয়ের পিঁড়িতে বসার দুদিন আগে এমন ঘটনায় হতবিহ্বল পরিবারটি।

তৈয়বার বাবা মোজাফ্ফর আহামদ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে মায়ের সঙ্গে বের হন তৈয়বা। কিছু বুঝে ওঠার আগেই তৈয়বার মুখে অ্যাসিড ছুড়ে মারে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

মোজাফ্ফরের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার বাদশা মিয়ার ছেলে নুরুল আবছার ও মো. ফরিদ তার মেয়ের ওপর অ্যাসিড ছুড়ে মেরেছেন।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, ১৫ দিন আগে পার্শ্ববর্তী গ্রামের এক ছেলের সঙ্গে তৈয়বার বিয়ের কথা ঠিক হয়। এরই মাঝে বাদশা মিয়ার ছেলেরা মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে তাকে ওই পরিবারের বৌ না বানাতে হুমকি দেন। এ নিয়ে সালিশ বসার কথা থাকলেও তিনি (মোজাফ্ফর) চাষের কাজে ব্যস্ত থাকায় আর আসেননি। মঙ্গলবার ভোরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

রামু থানার ওসি আনোয়ারুল আলম বলেন, অ্যাসিড নিক্ষেপের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জড়িতদের ধরে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

বিয়ের পিঁড়িতে বসার আগেই অ্যাসিডে ঝলসে দিল তরুণীর মুখ

আপডেট সময় ১১:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে তৈয়বা নামের এক তরুণীর মুখ ঝলসে গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আগামী শুক্রবার বধূ সেজে বিয়ের পিঁড়িতে বসে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল তৈয়বার। নিমিষেই সেই স্বপ্ন ভেঙ্গে দিল দুর্বৃত্তরা। রাতের আঁধারে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে তার চোখ-মুখ ঝলসে গেছে। বিয়ের পিঁড়িতে তো বসা হলোই না, এখন যন্ত্রণায় কক্সবাজার সদর হাসপাতালে কাতরাচ্ছেন তৈয়বা।

অ্যাসিডে দগ্ধ তৈয়বা (১৮) গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মোজাফ্ফর আহমদের মেয়ে। অ্যাসিডে তার ডান চোখ ও মুখমণ্ডল প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বিয়ের পিঁড়িতে বসার দুদিন আগে এমন ঘটনায় হতবিহ্বল পরিবারটি।

তৈয়বার বাবা মোজাফ্ফর আহামদ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে মায়ের সঙ্গে বের হন তৈয়বা। কিছু বুঝে ওঠার আগেই তৈয়বার মুখে অ্যাসিড ছুড়ে মারে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

মোজাফ্ফরের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার বাদশা মিয়ার ছেলে নুরুল আবছার ও মো. ফরিদ তার মেয়ের ওপর অ্যাসিড ছুড়ে মেরেছেন।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, ১৫ দিন আগে পার্শ্ববর্তী গ্রামের এক ছেলের সঙ্গে তৈয়বার বিয়ের কথা ঠিক হয়। এরই মাঝে বাদশা মিয়ার ছেলেরা মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে তাকে ওই পরিবারের বৌ না বানাতে হুমকি দেন। এ নিয়ে সালিশ বসার কথা থাকলেও তিনি (মোজাফ্ফর) চাষের কাজে ব্যস্ত থাকায় আর আসেননি। মঙ্গলবার ভোরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

রামু থানার ওসি আনোয়ারুল আলম বলেন, অ্যাসিড নিক্ষেপের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জড়িতদের ধরে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।