আকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজার সদরের খরুলিয়ায় ছুরিকাঘাতে মোর্শেদ কামাল (২৮) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল ৬টার দিকে ঘাটপাড়া কুনারপাড়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। মোর্শেদ কামাল একই এলাকার মো. সৈয়দের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাটপাড়া কুনারপাড়া রাস্তার মাথায় মোর্শেদ কামাল নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় মারা যান। এ ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালের দিকে কপিল উদ্দিন নামে এক ব্যক্তির সাথে মোর্শেদ কামালের কথাকাটাকাটি হয়। একে অপরকে ইয়াবা ব্যবসায়ী বলায় কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোর্শেদকে ছুরিকাঘাত করে কপিল। এতে তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুনীর উল গীয়াস বলেন, খরুলিয়ায় নিহতের ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। খোঁজখবর নিয়ে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























