ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’:আসিফ নজরুল পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে: শেখ বশির উদ্দীন ক্ষমতায় গেলে দলীয় গণ্ডি পেরিয়ে যোগ্যদের মন্ত্রী বানাবে জামায়াত: তাহের চানখারপুলে ৬ হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর তেহরান যদি আক্রমণ করে,‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’:নেতানিয়াহু উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ: গভর্নর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল অনেক ঘরবাড়ি

আইফোন ৮, ৮ প্লাস ও টেনেও অ্যাপলের চমক

অাকাশ আইসিটি ডেস্ক:

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তার নতুন আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক জমকালো অনুষ্ঠানে নতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল। নতুন আইফোনের নাম দেওয়া হয়েছে আইফোন ৮ ও ৮ প্লাস। এছাড়া চমক হিসেবে এসেছে আইফোন টেন (আইফোন এক্স)।

অ্যাপল জানিয়েছে, তাদের এই দুটি ফোন বাজারে আসবে সেপ্টেম্বরের ২২ তারিখে। প্রি অর্ডার শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে। আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস প্রায় আইফোন ৭ ও আইফোন ৭ প্লাসের মতো। তবে আইফোন ৮ ও ৮ প্লাসে থাকছে গ্লাস ব্যাক। আইফোন ৮- এ যথারীতি সিঙ্গেল ক্যামেরা আর ৮ প্লাসে থাকছে ডাবল ক্যামেরা।

আইফোন ৮ ও ৮ প্লাসের রং থাকছে রূপালী, ধূসর ও সোনালী, যা সোনালী ও গোলাপীর মাঝামাঝি রং। ফোনগুলো হবে পানি ও ধুলা প্রতিরোধী। এতে থাকছে ‘ট্রু টোন প্রযুক্তি’ সম্বলিত নিউ রেটিনা এইচডি ডিসপ্লে, যা পারিপার্শ্বিক আলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে প্রদর্শনের স্বয়ংক্রিয় ক্ষমতাযুক্ত। আইফোন ৮- এর সাউন্ড সিস্টেমকে ২৫ শতাংশ উন্নত করা হয়েছে, যার বেসকে আরও গভীর করা হয়েছে।

আইফোন ৮ আইফোন ৭ এর চেয়ে ২৫ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে। কারণ, আইফোন ৭-এর এ১০ চিপের স্থলে আইফোন ৮-এ থাকছে ৬৪ বিটের এ১১ বায়োনিক চিপ। একই কনফারেন্সে অ্যাপল আইফোন টেন বা এক্স আনার ঘোষণাও দেয়, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ ডলার। এতে থাকছে এজ টু এজ ৫.৮ ইঞ্চি সুপার রেটিনা ডিসপ্লে। ফেস আইডি প্রযুক্তিযুক্ত ফোনটিতে থাকছে না কোনো স্টার্ট বাটন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

আইফোন ৮, ৮ প্লাস ও টেনেও অ্যাপলের চমক

আপডেট সময় ১১:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ আইসিটি ডেস্ক:

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তার নতুন আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক জমকালো অনুষ্ঠানে নতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল। নতুন আইফোনের নাম দেওয়া হয়েছে আইফোন ৮ ও ৮ প্লাস। এছাড়া চমক হিসেবে এসেছে আইফোন টেন (আইফোন এক্স)।

অ্যাপল জানিয়েছে, তাদের এই দুটি ফোন বাজারে আসবে সেপ্টেম্বরের ২২ তারিখে। প্রি অর্ডার শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে। আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস প্রায় আইফোন ৭ ও আইফোন ৭ প্লাসের মতো। তবে আইফোন ৮ ও ৮ প্লাসে থাকছে গ্লাস ব্যাক। আইফোন ৮- এ যথারীতি সিঙ্গেল ক্যামেরা আর ৮ প্লাসে থাকছে ডাবল ক্যামেরা।

আইফোন ৮ ও ৮ প্লাসের রং থাকছে রূপালী, ধূসর ও সোনালী, যা সোনালী ও গোলাপীর মাঝামাঝি রং। ফোনগুলো হবে পানি ও ধুলা প্রতিরোধী। এতে থাকছে ‘ট্রু টোন প্রযুক্তি’ সম্বলিত নিউ রেটিনা এইচডি ডিসপ্লে, যা পারিপার্শ্বিক আলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে প্রদর্শনের স্বয়ংক্রিয় ক্ষমতাযুক্ত। আইফোন ৮- এর সাউন্ড সিস্টেমকে ২৫ শতাংশ উন্নত করা হয়েছে, যার বেসকে আরও গভীর করা হয়েছে।

আইফোন ৮ আইফোন ৭ এর চেয়ে ২৫ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে। কারণ, আইফোন ৭-এর এ১০ চিপের স্থলে আইফোন ৮-এ থাকছে ৬৪ বিটের এ১১ বায়োনিক চিপ। একই কনফারেন্সে অ্যাপল আইফোন টেন বা এক্স আনার ঘোষণাও দেয়, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ ডলার। এতে থাকছে এজ টু এজ ৫.৮ ইঞ্চি সুপার রেটিনা ডিসপ্লে। ফেস আইডি প্রযুক্তিযুক্ত ফোনটিতে থাকছে না কোনো স্টার্ট বাটন।