অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
রবিবার দুপুরে রাজশাহীর সীমান্ত অবকাশ অডিটরিয়ামে প্রস্তুতি সভায় এ কথা বলেন জাকির হোসাইন। রাজশাহী জেলা শাখা ছাত্রলীগ প্রস্তুতি সভার আয়োজন করে। আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে রাজশাহী বিভাগের অন্তর্গত প্রত্যেকটি শাখাকে সক্রিয় ভূমিকা পালন করতে রাজশাহী জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসাইন বলেন, বাংলাদেশেকে গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। দেশের বর্তমান উন্নয়নের ধারাকে অভ্যাহত রাখতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশরত্ন শেখ হাসিনাকে সহযোগিতা করে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, আমাদের আওয়ামী লীগ সরকার সব সময় মানবিক। সে কারণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের জন্য যেমন ত্রাণ পাঠিয়েছেন। তেমনিভাবে রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিকভাবেও চাপ সৃষ্টি করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মানবতার সেবায় সব সময় কাজ করে যাচ্ছে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা। ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে ছাত্রলীগের হাজারো নেতাকর্মী দাঁড়িয়েছে।
রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আনিকা ফারিহা জামান, সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল, সজিব বিশ্বাস, সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন জীবন, রাজশাহী জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেরাজুল ইসলাম প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















