ঢাকা ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার ‘লাইলাতুল গুজব’ শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলার অভিযোগ বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে : রিজভী জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

জাতিসংঘের ৭ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন উপলক্ষে আয়োজিত সাতটি অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে কোভিড-১৯, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত উন্নয়ন, শিশুস্বাস্থ্য, অভিবাসী শ্রমিক, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং শান্তিরক্ষার মতো বিষয়ে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এসময় তিনি জাতিসংঘ দিবস এবং সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানের সূচি উল্লেখ করে এ কে মোমেন বলেন, এবার অন্তত সাতটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে অন্তত ছয়টিতে তিনি বক্তব্য রাখবেন। আজই ভোর তিনটায় (দিনগত) ৭৫তম জাতিসংঘ দিবস ও সাধারণ অধিবেশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ২৩ তারিখও একটা ইভেন্ট আছে। ২৪ সেপ্টেম্বর আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। ২৯ এবং ৩০ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের আরও দুটি বৈঠকে অংশ নেবেন তিনি। আর ১ অক্টোবর বেইজিং উইমেনস বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এবার জাতিসংঘের সব আয়োজনই ভার্চ্যুয়ালভাবে আয়োজিত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ৭৫তম দিবস উপলক্ষে এবারের আয়োজন জাতিসংঘের জন্য খুবই বিশেষ ছিল। তাদের পরিকল্পনা ছিল বড় পরিসরে এটি আয়োজন করার। কিন্তু করোনার কারণে এবার সেটি অনলাইনে এবং ভার্চ্যুয়ালি আয়োজিত হবে। সেখানে (জাতিসংঘ সদর দপ্তর) সীমিত সংখ্যক অফিসিয়াল উপস্থিত থাকবেন। তবে সকল বক্তব্য প্রদান, বৈঠক ভার্চ্যুয়ালিই হবে। আমাদের প্রধানমন্ত্রী যেসব বক্তব্য দেবেন সেগুলোও প্রি-রেকর্ডেড এবং ভিডিওগুলো পাঠানো হবে। শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক এবার হচ্ছে না। তবে মন্ত্রী পর্যায়ে সীমিত সংখ্যক কিছু দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিভিন্ন এজেন্ডা সম্পর্কে আব্দুল মোমেন বলেন, এবারের জাতিসংঘ অধিবেশনের প্রতিপাদ্য বিষয় ‘দ্য ফিউচার উই ওয়ান্ট, দ্য ইউএন উই নিড: রিএফার্মিং আওয়ার কালেকটিভ কমিটমেন্ট টু মাল্টিল্যাটারালিজম’। সেই হিসেবে আমরা এবার বহুপাক্ষিক সহযোগিতার দিকে জোর দিচ্ছি। এছাড়াও কোভিড-১৯, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), রোহিঙ্গা ইস্যু এবং ১৯৯৫ সালে বেইজিং উইমেন কনফারেন্স এর ২৫তম বার্ষিকী উপলক্ষে লিঙ্গ বৈষম্য দূরীকরণে আমাদের আলোকপাত থাকবে। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলায় আমাদের গৃহীত পদক্ষেপ এবং বিশ্ববাসীর পার্টনারশিপ, করোনার ভ্যাকসিন যেন সবাই সমানভাবে পায় সেই আহ্বান, গণতন্ত্র ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে নিজ বক্তব্যে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য নির্দিষ্ট করে কেমন হবে সেটা আমরা এখনই বলতে পারছি না।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে মায়ের ট্রেনের নিচে ঝাঁপ, তিনজনের মৃত্যু

জাতিসংঘের ৭ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন উপলক্ষে আয়োজিত সাতটি অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে কোভিড-১৯, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত উন্নয়ন, শিশুস্বাস্থ্য, অভিবাসী শ্রমিক, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং শান্তিরক্ষার মতো বিষয়ে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এসময় তিনি জাতিসংঘ দিবস এবং সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানের সূচি উল্লেখ করে এ কে মোমেন বলেন, এবার অন্তত সাতটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে অন্তত ছয়টিতে তিনি বক্তব্য রাখবেন। আজই ভোর তিনটায় (দিনগত) ৭৫তম জাতিসংঘ দিবস ও সাধারণ অধিবেশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ২৩ তারিখও একটা ইভেন্ট আছে। ২৪ সেপ্টেম্বর আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। ২৯ এবং ৩০ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের আরও দুটি বৈঠকে অংশ নেবেন তিনি। আর ১ অক্টোবর বেইজিং উইমেনস বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এবার জাতিসংঘের সব আয়োজনই ভার্চ্যুয়ালভাবে আয়োজিত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ৭৫তম দিবস উপলক্ষে এবারের আয়োজন জাতিসংঘের জন্য খুবই বিশেষ ছিল। তাদের পরিকল্পনা ছিল বড় পরিসরে এটি আয়োজন করার। কিন্তু করোনার কারণে এবার সেটি অনলাইনে এবং ভার্চ্যুয়ালি আয়োজিত হবে। সেখানে (জাতিসংঘ সদর দপ্তর) সীমিত সংখ্যক অফিসিয়াল উপস্থিত থাকবেন। তবে সকল বক্তব্য প্রদান, বৈঠক ভার্চ্যুয়ালিই হবে। আমাদের প্রধানমন্ত্রী যেসব বক্তব্য দেবেন সেগুলোও প্রি-রেকর্ডেড এবং ভিডিওগুলো পাঠানো হবে। শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক এবার হচ্ছে না। তবে মন্ত্রী পর্যায়ে সীমিত সংখ্যক কিছু দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিভিন্ন এজেন্ডা সম্পর্কে আব্দুল মোমেন বলেন, এবারের জাতিসংঘ অধিবেশনের প্রতিপাদ্য বিষয় ‘দ্য ফিউচার উই ওয়ান্ট, দ্য ইউএন উই নিড: রিএফার্মিং আওয়ার কালেকটিভ কমিটমেন্ট টু মাল্টিল্যাটারালিজম’। সেই হিসেবে আমরা এবার বহুপাক্ষিক সহযোগিতার দিকে জোর দিচ্ছি। এছাড়াও কোভিড-১৯, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), রোহিঙ্গা ইস্যু এবং ১৯৯৫ সালে বেইজিং উইমেন কনফারেন্স এর ২৫তম বার্ষিকী উপলক্ষে লিঙ্গ বৈষম্য দূরীকরণে আমাদের আলোকপাত থাকবে। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলায় আমাদের গৃহীত পদক্ষেপ এবং বিশ্ববাসীর পার্টনারশিপ, করোনার ভ্যাকসিন যেন সবাই সমানভাবে পায় সেই আহ্বান, গণতন্ত্র ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে নিজ বক্তব্যে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য নির্দিষ্ট করে কেমন হবে সেটা আমরা এখনই বলতে পারছি না।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।