ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

মিলন গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণার একটি নাম: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

কারা হেফাজতে মারা যাওয়া ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের বাড়িতে গিয়ে কান্নার রোল দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে গাজীপুরের পূবাইলে মাজুখানে মিলনের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব। এ সময় সেখানে এক বেদনাবিধুর পরিবেশের তৈরি হয়।

ছেলের শোকে কাতর বৃদ্ধ মা হোসনে আরা এবং স্ত্রী শাহনাজ তানিয়া আখতারকে সান্তনা দিতে গেলে তারা বিলাপ করে কাঁদতে থাকেন। এ সময় মিলনের দুই ছোট শিশুকন্যাও কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্য দেখে ফখরুল নিজেকে ধরে রাখতে পারেননি। তিনিও কাঁদতে থাকেন।

পরে বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মিলনের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন ফখরুল।

গত ৬ মার্চ তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে আটক করে পুলিশ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী জাকির মারা যান সোমবার। অসুস্থ হয়ে পড়ার পর কারাগার থেকে হাসপাতালে আনার পর তার ‍মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে বিএনপির অভিযোগ, অসুস্থতা নয়, পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে এই ছাত্রদল নেতার।

সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিলনের মৃত্যুকে হত্যা দাবি করে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান মির্জা ফখরুল। তিনি এ সময় পুলিশকে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তুলনা করেন।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মিলনের জানাজা শেষে গাজীপুরের পূবাইলে নিজের বাড়ির কাছে দাফন করা হয় মিলনকে। তার পরিবারকে সান্তনা দিতে গিয়ে মিলনের কবরেও শ্রদ্ধা জানান ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘মিলন গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণার একটি নাম। তার পরিবার আজকে এক নিদারুন অবস্থার মধ্যে দিনযাপন করছে। আমি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানাতে এখানে এসেছি। আমরা সবসময় মিলনের পরিবারের পাশে থাকব।’

মির্জা ফখরুল বলেন, ‘শান্তিপূর্ন কর্মসূচি থেকে তুলে নিয়ে নির্যাতন করে হত্যার ঘটনা আন্তর্জাতিক মহল ও দেশবাসীর কাছে তুলে ধরছে বিএনপি।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোরাপ, জেলা সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল ইসলাম বাবুল, স্থানীয় কমিশনার সুলতান উদ্দিন চেয়ারম্যান, ছাত্রদলনেতা সাজ্জাদ হোসেন রুবেল, নুরুল ইসলাম নুরুসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিলন গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণার একটি নাম: ফখরুল

আপডেট সময় ১১:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

কারা হেফাজতে মারা যাওয়া ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের বাড়িতে গিয়ে কান্নার রোল দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে গাজীপুরের পূবাইলে মাজুখানে মিলনের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব। এ সময় সেখানে এক বেদনাবিধুর পরিবেশের তৈরি হয়।

ছেলের শোকে কাতর বৃদ্ধ মা হোসনে আরা এবং স্ত্রী শাহনাজ তানিয়া আখতারকে সান্তনা দিতে গেলে তারা বিলাপ করে কাঁদতে থাকেন। এ সময় মিলনের দুই ছোট শিশুকন্যাও কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্য দেখে ফখরুল নিজেকে ধরে রাখতে পারেননি। তিনিও কাঁদতে থাকেন।

পরে বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মিলনের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন ফখরুল।

গত ৬ মার্চ তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে আটক করে পুলিশ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী জাকির মারা যান সোমবার। অসুস্থ হয়ে পড়ার পর কারাগার থেকে হাসপাতালে আনার পর তার ‍মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে বিএনপির অভিযোগ, অসুস্থতা নয়, পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে এই ছাত্রদল নেতার।

সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিলনের মৃত্যুকে হত্যা দাবি করে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান মির্জা ফখরুল। তিনি এ সময় পুলিশকে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তুলনা করেন।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মিলনের জানাজা শেষে গাজীপুরের পূবাইলে নিজের বাড়ির কাছে দাফন করা হয় মিলনকে। তার পরিবারকে সান্তনা দিতে গিয়ে মিলনের কবরেও শ্রদ্ধা জানান ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘মিলন গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণার একটি নাম। তার পরিবার আজকে এক নিদারুন অবস্থার মধ্যে দিনযাপন করছে। আমি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানাতে এখানে এসেছি। আমরা সবসময় মিলনের পরিবারের পাশে থাকব।’

মির্জা ফখরুল বলেন, ‘শান্তিপূর্ন কর্মসূচি থেকে তুলে নিয়ে নির্যাতন করে হত্যার ঘটনা আন্তর্জাতিক মহল ও দেশবাসীর কাছে তুলে ধরছে বিএনপি।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোরাপ, জেলা সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল ইসলাম বাবুল, স্থানীয় কমিশনার সুলতান উদ্দিন চেয়ারম্যান, ছাত্রদলনেতা সাজ্জাদ হোসেন রুবেল, নুরুল ইসলাম নুরুসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।