অাকাশ স্পোর্টস ডেস্ক:
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এক বলে ৭ রান নেওয়ার কীর্তি গড়লেন ইংলিশ ব্যাটসম্যান স্টিভ ডেভিস। কেন্টের বিপক্ষে সমারসেটের হয়ে ব্যাট করতে নেমে বৈধ ডেলিভারিতে ৭ রান নেন তিনি।
ডেভিস নন স্ট্রাইকে থাকা অ্যালেনবির সঙ্গে দৌড়ে ৩ রান নেওয়ার পর কেন্টের উইকেটরক্ষক স্যাম বিলিংস বল ছুড়ে দেন। অন্য প্রান্তে থাকা ফিল্ডার বল ধরতে না পারায় সেটি হয়ে যায় ৪। আর এভাবেই দৌড়ে ৩ রানের সঙ্গে এক বাউন্ডারিতে ৭ রান পূর্ণ হয়।
সমারসেটের হয়ে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেও দলকে জেতাতে পারেননি ডেভিস। ডিএল মেথডে ৭ উইকেটের জয় তুলে নেয় কেন্ট।
একটি বৈধ বলে ৭ রান নেওয়ার ঘটনা টেস্টেও অাছে কয়েকবার। ২০০৬ সালের অ্যাশেজে অ্যান্ড্রু ফ্লিনটফের বলে দৌড়ে ৩ রান নিয়েছিলেন মাইকেল ক্লার্ক, ফিল্ডারের ওভার থ্রো থেকে আসে আরো ৪ রান।
১৯৮১ সালে মেলবোর্নে পাকিস্তানের মুদাসসির নজর ও মজিদ খান এক বল থেকে দৌড়েই ৭ রান নিয়েছিলেন! দুজন দৌড়ে ৪ রান পূর্ণ করার পর অস্ট্রেলিয়ার ফিল্ডারের ওভার থ্রো থেকে নেন আরো ৩ রান।