ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার ‘লাইলাতুল গুজব’ শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলার অভিযোগ বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে : রিজভী জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াত নেতার, বিক্ষোভে উত্তাল ঢাবি

রাজনৈতিক ইন্ধনে ত্রাণের জন্য বিক্ষোভ করানো হচ্ছে: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের বিভিন্ন জায়গায় ত্রাণের জন্য বিক্ষোভের যেসব খবর গণমাধ্যমে আসছে এগুলোর নেপথ্যে রাজনৈতিক ইন্ধন দেখছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রাজনৈতিক ইন্ধনের এই তথ্য সরকারের কাছে আছে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় ত্রাণের জন্য বিক্ষোভের খবর গণমাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু আজকে গণমাধ্যমেই খবর প্রকাশিত হয়েছে, সরকারের কাছে গোয়েন্দা তথ্যও আছে, এই বিক্ষোভের অনেকগুলোর পেছনে রাজনৈতিক ইন্ধন ছিলো। লোক ভাড়া করে এনে সংগঠিত করে এই ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে।’

সরকার দুর্দশায় থাকা মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে বদ্ধপরিকর জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শুধু সরকারের বিভিন্ন মন্ত্রণালয় নয়, সরকারের পুলিশ বাহিনী, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানগুলো মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে। ত্রাণের জন্য হটলাইন খেলা হচ্ছে। এই ব্যবস্থা আশপাশের কোন দেশে করা হয়েছে আমার জানা নেই। এসব পদক্ষেপ নেয়ার পরও বিএনপির পক্ষ থেকে সমালোচনা করা হয়!’

ত্রাণ নিয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে ৭০ হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিনিধি আছে। সেখানে কিছু ঘটনা ঘটেছে। তবে একটি ঘটনাও কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কঠোর হাতে দমন করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং যেখানেই এই ধরনের ঘটনা পাওয়া যাচ্ছে, সেখানেই সরকার-প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে।’

“ত্রাণ নিয়ে যারা নয়ছয় করবে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে বিচার হবে বলে প্রধানমন্ত্রী এরই মধ্যে বলেছেন। নিয়মিত মামলার পর আরও বিস্তারিত বিচার হবে। এখানে কে কোন দল-মত সেটি সরকার দেখছে না। সরকার এই ধরনের অনিয়ম বন্ধ করতে বদ্ধ পরিকর।’

মন্ত্রী বলেন, ‘ত্রাণ নিয়ে অনিয়মের খবরে গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের বেশ কয়েকজনের নাম এসেছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখানে বিভিন্ন দলের সমর্থকরা যুক্ত। গত কয়েকদিনে যে ঘটনা ঘটেছে তাতে বিভিন্ন দলের সমর্থকরা এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত। এখানে বিএনপিরও বেশ কয়েকজন আছে। তবে সরকার কে কোনো দলের, কোন মতের সেটি না দেখে ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে নিচ্ছে, নেবে।’

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারের সমালোচনা করার সময় এখন নয় জানিয়ে পরিস্থিতি মোকাবিলায় দলমত নির্বিশেষে কাজ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বলেন, ‘সরকার যখন কাজ করছে তখন একটি পক্ষ বিশেষ করে যারা সবসময় সরকারের সমালোচনায় ব্যস্ত সেই বিএনপি নিজেরা কোনো কাজ করছে না। শুধু লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত। তাদের বলবো এখন সরকারের সমালোচনা করার সময় নয়।’

‘দল মত নির্বিশেষে সব রাজনৈতিক দলের উচিত পরিস্থিতি মোকাবিলা করতে কাজ করা। আশা করি বিএনপির বক্তব্যের মধ্যে দিয়েই যে রাজনীতি চালিয়ে যাচ্ছে, তা পরিহার করে বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় কাজ করবে।–যোগ করেন তথ্যমন্ত্রী।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নেয়া প্রাক পদক্ষেপের কারণে অন্য দেশের মতো সংক্রমণ ছড়িয়ে পড়েনি জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে ইউরোপের অনেক দেশের মতো ব্যাপক না হলেও পরিপূর্ণভাবে ঘরে অবস্থান না করলে সরকার ও ডাক্তারের নির্দেশ না মেনে চললে পরিস্থিতি খারাপের দিকে যাবে। এজন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপ আরও বাড়ানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে টেস্টের সংখ্যা বাড়ানো হচ্ছে। শুধু করোনাভাইরাস নয় অর্থনীতির উপর একট বিরূপ প্রভাব পড়ছে বাংলাদেশেও। বাংলাদেশে প্রচুর খেটে খাওয়া মানুষ। এসব মানুষকে যাতে পর্যাপ্ত খাবার পায় এবং দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে সবমিলিয়ে প্রধানমন্ত্রী এক লক্ষ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘দেশের দরিদ্র ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে সরকার পাঁচ লক্ষ টন চাল, এক লক্ষ টন গম বরাদ্দ দিয়েছেন, যা গ্রাম পর্যায়ে বিতরণ করা হচ্ছে। খাদ্য মন্ত্রণায়লয়ের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ পরিবারের কাছে ৩০কেজি ১০ টাকা দরে চাল বিতরণ করে আসছে গত কয়েকবছরে। সরকার এই রেশন কার্ড আরও ৫০ লক্ষ মানুষের কাছে পৌছে দেয়ার ঘোষণা দিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

রাজনৈতিক ইন্ধনে ত্রাণের জন্য বিক্ষোভ করানো হচ্ছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৫০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের বিভিন্ন জায়গায় ত্রাণের জন্য বিক্ষোভের যেসব খবর গণমাধ্যমে আসছে এগুলোর নেপথ্যে রাজনৈতিক ইন্ধন দেখছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রাজনৈতিক ইন্ধনের এই তথ্য সরকারের কাছে আছে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় ত্রাণের জন্য বিক্ষোভের খবর গণমাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু আজকে গণমাধ্যমেই খবর প্রকাশিত হয়েছে, সরকারের কাছে গোয়েন্দা তথ্যও আছে, এই বিক্ষোভের অনেকগুলোর পেছনে রাজনৈতিক ইন্ধন ছিলো। লোক ভাড়া করে এনে সংগঠিত করে এই ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে।’

সরকার দুর্দশায় থাকা মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে বদ্ধপরিকর জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শুধু সরকারের বিভিন্ন মন্ত্রণালয় নয়, সরকারের পুলিশ বাহিনী, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানগুলো মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে। ত্রাণের জন্য হটলাইন খেলা হচ্ছে। এই ব্যবস্থা আশপাশের কোন দেশে করা হয়েছে আমার জানা নেই। এসব পদক্ষেপ নেয়ার পরও বিএনপির পক্ষ থেকে সমালোচনা করা হয়!’

ত্রাণ নিয়ে অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে ৭০ হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিনিধি আছে। সেখানে কিছু ঘটনা ঘটেছে। তবে একটি ঘটনাও কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কঠোর হাতে দমন করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং যেখানেই এই ধরনের ঘটনা পাওয়া যাচ্ছে, সেখানেই সরকার-প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে।’

“ত্রাণ নিয়ে যারা নয়ছয় করবে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে বিচার হবে বলে প্রধানমন্ত্রী এরই মধ্যে বলেছেন। নিয়মিত মামলার পর আরও বিস্তারিত বিচার হবে। এখানে কে কোন দল-মত সেটি সরকার দেখছে না। সরকার এই ধরনের অনিয়ম বন্ধ করতে বদ্ধ পরিকর।’

মন্ত্রী বলেন, ‘ত্রাণ নিয়ে অনিয়মের খবরে গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের বেশ কয়েকজনের নাম এসেছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখানে বিভিন্ন দলের সমর্থকরা যুক্ত। গত কয়েকদিনে যে ঘটনা ঘটেছে তাতে বিভিন্ন দলের সমর্থকরা এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত। এখানে বিএনপিরও বেশ কয়েকজন আছে। তবে সরকার কে কোনো দলের, কোন মতের সেটি না দেখে ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে নিচ্ছে, নেবে।’

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকারের সমালোচনা করার সময় এখন নয় জানিয়ে পরিস্থিতি মোকাবিলায় দলমত নির্বিশেষে কাজ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বলেন, ‘সরকার যখন কাজ করছে তখন একটি পক্ষ বিশেষ করে যারা সবসময় সরকারের সমালোচনায় ব্যস্ত সেই বিএনপি নিজেরা কোনো কাজ করছে না। শুধু লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত। তাদের বলবো এখন সরকারের সমালোচনা করার সময় নয়।’

‘দল মত নির্বিশেষে সব রাজনৈতিক দলের উচিত পরিস্থিতি মোকাবিলা করতে কাজ করা। আশা করি বিএনপির বক্তব্যের মধ্যে দিয়েই যে রাজনীতি চালিয়ে যাচ্ছে, তা পরিহার করে বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় কাজ করবে।–যোগ করেন তথ্যমন্ত্রী।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নেয়া প্রাক পদক্ষেপের কারণে অন্য দেশের মতো সংক্রমণ ছড়িয়ে পড়েনি জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে ইউরোপের অনেক দেশের মতো ব্যাপক না হলেও পরিপূর্ণভাবে ঘরে অবস্থান না করলে সরকার ও ডাক্তারের নির্দেশ না মেনে চললে পরিস্থিতি খারাপের দিকে যাবে। এজন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপ আরও বাড়ানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে টেস্টের সংখ্যা বাড়ানো হচ্ছে। শুধু করোনাভাইরাস নয় অর্থনীতির উপর একট বিরূপ প্রভাব পড়ছে বাংলাদেশেও। বাংলাদেশে প্রচুর খেটে খাওয়া মানুষ। এসব মানুষকে যাতে পর্যাপ্ত খাবার পায় এবং দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে সবমিলিয়ে প্রধানমন্ত্রী এক লক্ষ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘দেশের দরিদ্র ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে সরকার পাঁচ লক্ষ টন চাল, এক লক্ষ টন গম বরাদ্দ দিয়েছেন, যা গ্রাম পর্যায়ে বিতরণ করা হচ্ছে। খাদ্য মন্ত্রণায়লয়ের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ পরিবারের কাছে ৩০কেজি ১০ টাকা দরে চাল বিতরণ করে আসছে গত কয়েকবছরে। সরকার এই রেশন কার্ড আরও ৫০ লক্ষ মানুষের কাছে পৌছে দেয়ার ঘোষণা দিয়েছে।’