অাকাশ জাতীয় ডেস্ক:
তিন বছর পর প্রকাশ্যে আসছেন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। হজ্জ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হয়ে সংসদ সদস্য পদ হারিয়েছিলেন দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্য লতিফ সিদ্দিকী।
লতিফ সিদ্দিকীর পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী শনিবার বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। সংবাদ সম্মেলন হজ্জ নিয়ে নিজের করা বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিবেন লতিফ সিদ্দিকী। এছাড়া জাতির কাছে নিজের করা মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে পারেন তিনি।
প্রসঙ্গত- ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে পবিত্র হজ্জ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রীত্ব ও সংসদ সদস্য পদ হারিয়েছিলেন লতিফ সিদ্দিকী। এরপর তাকে আর কখনো প্রকাশ্যে দেখা যায়নি। বিভিন্ন ধর্মভিত্তিক দল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে মিছিল সমাবেশও করেছিল।
আকাশ নিউজ ডেস্ক 



















