অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডের গাবতলা এলাকায় পুকুরে ডুবে মিরাজ (৫) ও মেহেদী (৬) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। মৃত মিরাজ (৫) ও মেহেদী (৬) ওই এলাকার রিপন সরদারের ছেলে।
স্বজনরা জানান, দুই ভাই কাউকে কিছু না জানিয়ে দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পরে আর ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর বিকালে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
পরে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুবল কৃষ্ণ কুণ্ডু উভয়কে মৃত ঘোষণা করেন। তিনি জানান, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছিল।
আকাশ নিউজ ডেস্ক 
























