অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মাদক বিরোধী অভিযানে কোনো নিরীহ মানুষ নিহত হলে সরকার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শনিবার (২ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে নারী বাস সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
টেকনাফে মাদকবিরোধী অভিযানে নিহত একরাম দলীয় কোন্দলের শিকার হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ‘এ ধরণের কোনো আলামত পাওয়া যায়নি। মাদক বিরোধী অভিযানকে একটি রাজনৈতিক মহল বিরোধিতা করার জন্যই সমালোচনা করছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘কোনো ভালো কাজ, বৃহৎ কাজ, মহৎ কাজ করতে গেলে দু-একটি ভুল হতেই পারে। সে ভুলের জন্য যারা দায়ী তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
আকাশ নিউজ ডেস্ক 



















