অাকাশ জাতীয় ডেস্ক:
শ্রমিকদের আগামী ২৬ অথবা ২৭ তারিখ নির্বাচনের তারিখ নির্ধারণের দাবি জানিয়েছেন গাজীপুর সিটি নির্বাচনে ২০ দলীয় জোট মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে তিনি এ দাবির কথা জানান।
হাসান সরকার বলেন, গাজীপুর শিল্পসমৃদ্ধ এলাকা। এখানে বহু শ্রমিক এবং ভাসমান ভোটারের বসবাস। ঈদের ছুটিতে এসব ভোটার গ্রামের বাড়িতে যান এবং তাদের ফিরতে কয়েক দিন লেগে যায়। বিপুলসংখ্যক এসব ভোটার যেন নির্বাচনী উৎসবে অংশ নিতে পারেন সে জন্য ২৬ কিংবা ২৭ জুন ভোট হলে ভালো হয়।
এর আগে তিনি জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, গাজীপুর মহানগর লেবার পার্টির সভাপতি আহসান হাবীব ইমরোজ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল-মামুন, টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সভাপতি শাহাব উদ্দিন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক ফাকরুল জামালসহ ২০ দলীয় জোটের নেতারা
আকাশ নিউজ ডেস্ক 



















