অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়িতে পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়ে ঝরে গেল আকিবের প্রান। প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয় আকিব ২০। উপজেলার পাইন্দং ঢলু নয়াবাজারে এ ঘটনা ঘটে।
জানাজায়, আকিব তার বন্ধুদের নিয়ে মানিকছড়ি বৈশাখী মেলাতে যান মোটরসাইকেল যোগে। মেলা শেষে ফেরার সময় একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আকিব। সেখান থেকে উদ্ধার করে বিকাল ৫টার দিকে চমক হাসপাতালে প্রেরণ করলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অাকিব ফটিকছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি অাবছার অাহম্মদ চৌধুরীর ছেলে। ফটিকছড়ি কলেজ থেকে এবারের এইচএস সি পরীক্ষা দিচ্ছিলেন। অাকিব ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের ইয়ার কমিটির সভাপতি।
তার বাড়ি নারায়নহাটের হাসনাবাদ গ্রামে। তবে, বিবিরহাট মাষ্টার কলনিতে দীর্ঘদিন ধরে তারা বসবাস করে অাসছেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে ফটিকছড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
মনজুর হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 
























