অাকাশ জাতীয় ডেস্ক:
চুয়াডাঙ্গার দামুড়হুদার একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাদিপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তরিকুল ইসলাম (২৪) কাদিপুর গাঙপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকেই তরিকুলের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশের একটি ডোবায় তার লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতলে প্রেরণ করে।
দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন জানান, নিহতের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। তারই সূত্র ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ডোবায় ফেলে রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























