অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুরে পুলিশের সঙ্গে‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।
মঙ্গলবার ভোরে নগরীর মুন্সিপাড়া কবরস্থান সংলগ্ন কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি থানা পুলিশের ওসি তদন্ত আব্দুল আজিজ জানান, গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করে পুলিশের হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























