অাকাশ জাতীয় ডেস্ক:
টেকনাফ সীমান্তের নাফ নদী বিজিবি-বিজিপি যৌথ টহল দিয়েছে। টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী মঙ্গলবার রাতে এ তথ্য জানান।
তিনি আরো জানান, গত ৫ মার্চ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। এতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির নাঃ সুবেঃ মোঃ সৈয়দ এনায়েত আলী’র নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহলদল ২টি স্পিড বোটযোগে এবং মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৪নং সেক্টরের অধীন মেগিচং ক্যাম্পের ডাই ব্যু অং এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি টহলদল ২টি পেট্রল বোটযোগে বিআরএম-৩ থেকে বিআরএম-৫ পর্যন্ত নাফ নদীতে যৌথভাবে টহল পরিচালনা করে।
উভয় পক্ষের যৌথ অংশগ্রহনে পরিচালিত টহল কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 























