অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সঙ্গে সংঘর্ষে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেনে এক প্রাইভেটকারের চালক। তার নাম সবুজ (৩৫)। শনিবার বিকালে পৌর এলাকার লোহাগাছ সাতরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে–মুচড়ে পাশের ধান ক্ষেতে গিয়ে পড়ে। আহত সবুজ গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আব্দুস সাহিদের ছেলে।
প্রাইভেটকারটি স্থানীয় ইউনিলায়ন্স কারখানার কাজে শ্রীপুর থেকে কাপাসিয়ায় যাচ্ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, বিকাল চারটার দিকে (ঢাকা মেট্রো গ ২৯- ৮৬৭৮) নম্বরের একটি প্রাইভেটকার রেলগেইট অতিক্রম করার সময় হাওর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
স্থানীয়রা চালককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আকাশ নিউজ ডেস্ক 

























