অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের টঙ্গী নতুন বাজার এলাকা থেকে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শহিদুল চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার নেংগের পোতা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, শনিবার সকালে নতুন বাজারের একটি লবণের গোডাউনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ওই লবণের ডিলারের ম্যানেজার হিসেবে চাকরি করে আসছিলেন। ঘটনার দিন সকালে অফিসে প্রবেশের কিছুক্ষণ পরে তার সহকর্মীরা অফিসের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























