অাকাশ জাতীয় ডেস্ক:
লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়াখালীতে নিখোঁজের ৩ দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে চরের কেওড়া বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাথী (১১) ওই এলাকার কৃষক আমির হোসেনের মেয়ে।
নিহতের পরিবার অভিযোগ করে জানান, সোমবার দুপুরে মাছ ধরার কথা বলে পাশের ঘরের মোশারফ নামে এক যুবক সাথীকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
লালমোহন সার্কেলের সিনিয়র এএসপি এসএম রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সাথীর বাবার অভিযোগের ভিত্তিতে তাকে উদ্ধার করতে দিনভর চরে অনুসন্ধান চালায়। পুলিশ ও গ্রামবাসী মিলে খুঁজলেও চরের কোথাও সাথীকে না পেয়ে মোশারফকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় সে কিছু জানায়নি বলে জানান তিনি।
মোহন সার্কেলের সিনিয়র এএসপি এসএম মিজানুর রহমান জানান, সাথীর মৃত্যু কীভাবে হয়েছে, সেটা লাশের ময়নাতদন্তের পর জানা যাবে। এছাড়া মোশারফকে রিমান্ডে নিলে আসল রহস্য বের হবে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 























