অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরাক ও সিরিয়ায় পরাজিত জঙ্গিগোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের আফগানিস্তানে যাওয়ার সুযোগ করে দিয়ে যুক্তরাষ্ট্র তাদের সেখানে জড়ো করছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ উপদেষ্টা ও সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। রোববার তেহরান সফররত জাতিসংঘের ইরাকবিষয়ক বিশেষ দূত ইয়ান কুবিশের সঙ্গে এক বৈঠকে এ অভিযোগ করেন। খবর রেডিও তেহরানের।
আব্দুল্লাহিয়ান বলেন, ভবিষ্যতে ইরাকে ব্যবহার করার জন্য দায়েশ ও সন্ত্রাসবাদকে টিকিয়ে রাখার প্রচেষ্টা গোটা অঞ্চল ও বিশ্বের জন্য বিপজ্জনক। এছাড়া যুক্তরাষ্ট্র আফগানিস্তানে দায়েশকে পৃষ্ঠপোষকতা দিয়ে বড় ধরনের কৌশলগত ভুল করছে বলে তিনি উল্লেখ করেন।
ইরাকে নির্বাচন পিছিয়ে দেয়ার যে চেষ্টা সৌদি আরব করছে- তাকে তিনি অগঠনমূলক হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরাকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার অন্যতম প্রধান শর্ত হচ্ছে যথাসময়ে দেশটিতে নির্বাচনের আয়োজন করা।
ইয়েমেনের চলমান সংকট প্রসঙ্গে আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান কখনোই সামরিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান চায়নি বরং তেহরান মনে করে একমাত্র রাজনৈতিক উপায়ে দেশটির চলমান সংকটের সমাধান হতে পারে। সাক্ষাতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়ান কুবিশ ইরাকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সাহায্য করার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান।
আকাশ নিউজ ডেস্ক 



















