অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা যুবকের হাতে খুন হয়েছে এক রোহিঙ্গা নারী। নিহত নারীর নাম মমতাজ আহমদ (৩৫)। এই ঘটনার সাথে জড়িত ঘাতক রোহিঙ্গা যুবক আরিফ উল্লাহকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, মিয়ানমারের রাখাইনে দুই বছর আগে আরিফ উল্লাহর ভাইকে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসে মমতাজ। এরপর আরিফ উল্লাহও বাংলাদেশে এসে মমতাজকে খুঁজতে থাকে। এক পর্যায়ে শনিবার দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে মমতাজকে পেয়ে তাৎক্ষণিক ছুরিকাঘাত করে আরিফ। আহত অবস্থায় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে মারা যান মমতাজ।
আকাশ নিউজ ডেস্ক 























