অাকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জে ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে স্বর্ণা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে।
স্বর্ণা উপজেলার রাজপাট গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাখাওয়াত শেখের মেয়ে। সে রামদিয়া সরকারি এসকে কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল।
রাজপাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর ইরান খোন্দকার জানান, রামদিয়া কলেজে থেকে ইজিবাইকে করে রাজপাট গ্রামের বাড়ি ফেরার সময় অসাবধানতা বসত ইজিবাইকের মোটরের সাথে ওই ছাত্রীর ওড়না জড়িয়ে যায়। গলায় ওড়নার ফাঁস লেগে ওই ছাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এখনো এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।
আকাশ নিউজ ডেস্ক 
























