অাকাশ জাতীয় ডেস্ক:
পাঁচ দিনের ব্যবধানে সাংবাদিক, অধ্যাপক, রাজনীতিবিদসহ ‘নিখোঁজ’ তিনজন ফিরে আসায় বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে প্রশ্ন রাখা হয়েছে, তাঁরাও দলের নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর ফেরার আশায় বুক বাঁধবেন কি না?
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিখোঁজরা ফিরতে শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, তাহলে কাদের তৎপরতায় নিখোঁজ ব্যক্তিরা গুম হয়েছিল? যারা দীর্ঘ নয় বছর ধরে ভীতির শিহরণে গোটা জাতিকে রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে ফেলে গুমের হিড়িক চালিয়েছে, তারা কারা?’
‘তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী কি আমরা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, পারভেজ, সুমন, খালেদ হোসেন সোহেল, কাজী ফরহাদ, মো. জহির, সুজন, সেলিম রেজা পিন্টু, ছাত্রনেতা জাকিরসহ গুম হওয়া কমপক্ষে ৭৫০ জন বিএনপি নেতাকর্মীদের ফিরিয়ে পেতে অপেক্ষা করব?’
রিজভী আরো যোগ করেন, ‘নিখোঁজ কয়েকজনকে ফেরত দেওয়ায় গুম থাকা ব্যক্তিদের পরিবারগুলো কি তাহলে তাদের ফিরিয়ে পেতে আশায় বুক বাঁধবে?’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২১ ডিসেম্বর এক টুইটে গত ১০ বছরে ৭৫০ জনকে সরকারের বিভিন্ন বাহিনী তুলে নিয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘২০১৩ সালের ডিসেম্বরে ১৯ বিএনপি কর্মীকে গুম করা হয়েছিল, আজও তাঁরা ফেরেননি। গত ১০ বছরে কমপক্ষে প্রায় ৭৫০ জন গণতন্ত্রকামী কর্মীকে গুম করেছে সরকারি বাহিনী। গুমের শিকার মানুষের সন্তান, পিতা-মাতা, স্ত্রীর কান্নার রোল থামছে না। এর অবসান চাই।’
খালেদা জিয়ার টুইট এমন একটি সময়ে আসে, যার একদিন আগেই গত মঙ্গলবার রাতে দুই মাস ১০ দিন ‘নিখোঁজ’ থাকার পর ফিরে আসেন অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডিডটকমের প্রতিবেদক উৎপল দাস।
তারপর গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় ফিরে আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসান সিজার। উৎপল দাস এবং সিজারের ফেরার প্রক্রিয়া প্রায় একই ধরনের। উভয়কেই কে বা কারা গাড়ি থেকে রাজপথে নামিয়ে দিয়ে যায়। পরে তাঁরা পরিবারের কাছে ফেরেন।
সিজার ও উৎপলের ফেরা নিয়ে গণমাধ্যমে আলোচনার মধ্যেই আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চার মাস ধরে ‘নিখোঁজ’ বাংলাদেশের কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা আছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ চার মাস আত্মগোপনে ছিলেন। গতকাল রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে গত ১৮ নভেম্বর আড়াই মাস নিখোঁজ থাকার পর বাড়ি ফিরে আসেন রাজধানীর ব্যবসায়ী অনিরুদ্ধ রায়। গত ২৭ আগস্ট বিকেলে ঢাকার গুলশানের ১ নম্বর সেকশনের ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে তাঁকে তুলে নেওয়া হয়। অনিরুদ্ধ একসময় বেলারুশের ‘অনারারি কনসাল’ ছিলেন। কানাডার নাগরিকও তিনি।
আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখন পর্যন্ত নিখোঁজ সবাইকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
বিএনপির এই নেতা আরো বলেন, ‘চলমান সব গুমের জন্য দায়ী বর্তমান জবাবদিহিহীন সরকার। বিচারবহির্ভূত হত্যা আর গুমের কর্মসূচি হচ্ছে অবৈধ ক্ষমতা ধরে রাখার গ্যারান্টি। তাই এই সন্ত্রাসী পথ থেকে সরকার সরে আসতে পারবে না নিজেদের স্বার্থেই। সে জন্যই বাংলাদেশকে লাশের দেশে পরিণত করা হয়েছে। কয়েক দিন ধরে আবারও বিচারবহির্ভূত হত্যার মাত্রা বৃদ্ধি করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে ‘গভীর রাতে’ ১৯৬ কর্মকর্তার যুগ্ম সচিব পদে পদোন্নতি-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা ‘রহস্যজনক’ বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ‘এসএসবির ফিটলিস্ট অনুযায়ী অনেক যোগ্য ও উপযুক্ত কর্মকর্তাকেও পদোন্নতি দেওয়া হয়নি। এবারও শত শত যোগ্য ও মেধাবী কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 



















