ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানি লন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক আনিসের বিরুদ্ধে মামলা আসন সমঝোতা হলেও জোটের রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল বিএনপি ক্ষমতায় এলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: দুলু জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, রাতে প্রার্থী ঘোষণা শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

রংপুর সিটি নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে কেন্দ্রীয় নেতারা

অাকাশ জাতীয় ডেস্ক:

শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় জমে উঠেছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। আগামী বৃহস্পতিবারের এই ভোটকে কেন্দ্র করে প্রধান তিন দলই নিজ নিজ প্রার্থীদের জেতানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের এখন রংপুরে অবস্থান করছেন। তারা নিজ দলের প্রার্থীদের জন্য অবিরাম প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।

আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পক্ষে রবিবার সকালে নগরীর পায়রা চত্বরে প্রচার এবং পথসভায় যোগ দেন ওমর ফারুক। আরেক নেতা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু প্রচার চালান নগরীর মীরগঞ্জ বাজারে।

বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলার পক্ষে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়, জুম্মাপাড়া, খটখটিয়া এলাকায় প্রচারে অংশ নেন জয়নুল আবদীন ফারুক ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর জাতীয় পার্টির প্রার্থী মোস্তফার পক্ষে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের নগরীর কাচারি বাজার এলাকায় প্রচারে অংশ নেন।

প্রার্থী এবং দলের কেন্দ্রীয় নেতারা আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুললেও রংপুর রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলছেন, তাদের কাছে কোনো লিখিত অভিযোগ নেই। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সবধরনের প্রস্তুতি আছে বলে জানান তিনি। নির্বাচন কর্মকর্তারা জানান, রংপুর সিটির ভোটগ্রহণে চার স্তরের নিরাপত্তা থাকছে। এরই মধ্যে ৩৩টি ওয়ার্ডে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর সিটিতে দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ সাতজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর সিটি নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে কেন্দ্রীয় নেতারা

আপডেট সময় ১২:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় জমে উঠেছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। আগামী বৃহস্পতিবারের এই ভোটকে কেন্দ্র করে প্রধান তিন দলই নিজ নিজ প্রার্থীদের জেতানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের এখন রংপুরে অবস্থান করছেন। তারা নিজ দলের প্রার্থীদের জন্য অবিরাম প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।

আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পক্ষে রবিবার সকালে নগরীর পায়রা চত্বরে প্রচার এবং পথসভায় যোগ দেন ওমর ফারুক। আরেক নেতা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু প্রচার চালান নগরীর মীরগঞ্জ বাজারে।

বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলার পক্ষে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়, জুম্মাপাড়া, খটখটিয়া এলাকায় প্রচারে অংশ নেন জয়নুল আবদীন ফারুক ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর জাতীয় পার্টির প্রার্থী মোস্তফার পক্ষে দলের কো-চেয়ারম্যান জিএম কাদের নগরীর কাচারি বাজার এলাকায় প্রচারে অংশ নেন।

প্রার্থী এবং দলের কেন্দ্রীয় নেতারা আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুললেও রংপুর রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলছেন, তাদের কাছে কোনো লিখিত অভিযোগ নেই। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সবধরনের প্রস্তুতি আছে বলে জানান তিনি। নির্বাচন কর্মকর্তারা জানান, রংপুর সিটির ভোটগ্রহণে চার স্তরের নিরাপত্তা থাকছে। এরই মধ্যে ৩৩টি ওয়ার্ডে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর সিটিতে দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীসহ সাতজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।