অাকাশ জাতীয় ডেস্ক:
সংঘবদ্ধ চোর চক্রের চার নারী সদস্যকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে নগরীর রুপাতলী ও হাউসিং এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- রিতা, হামিদা, শিউলী ও রুবিনা। এদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. আওলাদ হোসেন জানান, যাত্রীবেশে তারা অটোরিকশায় চড়ে কৌশলে পাশ্ববর্তী এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে যাচ্ছিল। টের পেয়ে ঐ যাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা পেশাদার চুরির সাথ জড়িত এবং দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চুরির ঘটনা ঘটায় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 
























