অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় সাজা পাওয়া এনামুল হক (৫৫) নামের এক কয়েদি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বায়েজিদ থানা এলাকার এজাহার মিয়ার ছেলে এনামুল হক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সকাল ছয়টায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আকাশ নিউজ ডেস্ক 






















